সংবাদদাতা, হুগলি : কলেজ থেকে বেড়াতে গিয়ে জলপ্রপাতে তলিয়ে গেলেন আশুতোষ কলেজের এক ছাত্র। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ওড়িশার কেওনঝড়ে এক জলপ্রপাতে। এখনও নিখোঁজ ছাত্রের সন্ধান মেলেনি। জানা গিয়েছে, প্রায় ২০ ফুট উঁচু থেকে জলপ্রপাতে পড়ে যান দুই ছাত্র।
আরও পড়ুন-ময়দানে আর চলবে না ঘোড়ায় টানা গাড়ি! কী বলছে হাই কোর্ট
তাঁদের একজনকে উদ্ধার করা গেলেও অপরজনের এখনও কোনও খোঁজ নেই। বিষয়টি সামনে আসতেই নিখোঁজ ছাত্রের পরিবারের পক্ষ থেকে ষড়যন্ত্রের অভিযোগ এনে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। কলেজের পক্ষ থেকে কোনও ধরনের সহযোগিতা করা হচ্ছে না বলেও অভিযোগ পরিবারের। যদিও এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের প্রতিক্রিয়া জানা যায়নি। নিখোঁজ ছাত্রের নাম তারাশঙ্কর সরকার। আশুতোষ কলেজের এনভায়রনমেন্টাল সায়েন্সের এমএ দ্বিতীয় বর্ষের ছাত্র। বাড়ি হুগলির আরামবাগের ৩ নম্বর ওয়ার্ডের ব্যানার্জিপাড়ায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, চারদিন আগে কলেজ থেকে পড়ুয়াদের ঝাড়খণ্ডে বেড়াতে নিয়ে যাওয়া হয়েছিল। বৃহস্পতিবার ফেরার কথা ছিল। ঝাড়খণ্ড থেকে ফেরার পথে ওড়িশার কেওনঝড়ে একটি জলপ্রপাতে নামেন তাঁরা। সেই সময়ে দুই ছাত্র পড়ে যান বলে অভিযোগ।
আরও পড়ুন-যুদ্ধে ছেদ পড়তেই জেলমুক্ত ৩৯ প্যালেস্তিনীয়, ২৫ পণবন্দিকে মুক্তি হামাসের
স্থানীয় সূত্রের খবর, জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে এক ছাত্র পড়ে যান। এরপর একইভাবে প্রায় কুড়ি ফুট নীচে পড়ে যান তারাশঙ্করও। জলের তোড়ে ভেসে যান তিনি। অপর ছাত্রের খোঁজ মিললেও তারাশঙ্করের খোঁজ মেলেনি। পুলিশ উদ্ধারকাজ চালাচ্ছে। খবর পেয়েই আরামবাগ থেকে ঘটনাস্থলে পৌঁছন তারাশঙ্করের এক দাদা ও দুই কাকা।