সংবাদদাতা, হুগলি : কলেজ থেকে বেড়াতে গিয়ে জলপ্রপাতে তলিয়ে গেলেন আশুতোষ কলেজের এক ছাত্র। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ওড়িশার কেওনঝড়ে এক জলপ্রপাতে। এখনও নিখোঁজ ছাত্রের সন্ধান মেলেনি। জানা গিয়েছে, প্রায় ২০ ফুট উঁচু থেকে জলপ্রপাতে পড়ে যান দুই ছাত্র।
আরও পড়ুন-ময়দানে আর চলবে না ঘোড়ায় টানা গাড়ি! কী বলছে হাই কোর্ট
তাঁদের একজনকে উদ্ধার করা গেলেও অপরজনের এখনও কোনও খোঁজ নেই। বিষয়টি সামনে আসতেই নিখোঁজ ছাত্রের পরিবারের পক্ষ থেকে ষড়যন্ত্রের অভিযোগ এনে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। কলেজের পক্ষ থেকে কোনও ধরনের সহযোগিতা করা হচ্ছে না বলেও অভিযোগ পরিবারের। যদিও এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের প্রতিক্রিয়া জানা যায়নি। নিখোঁজ ছাত্রের নাম তারাশঙ্কর সরকার। আশুতোষ কলেজের এনভায়রনমেন্টাল সায়েন্সের এমএ দ্বিতীয় বর্ষের ছাত্র। বাড়ি হুগলির আরামবাগের ৩ নম্বর ওয়ার্ডের ব্যানার্জিপাড়ায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, চারদিন আগে কলেজ থেকে পড়ুয়াদের ঝাড়খণ্ডে বেড়াতে নিয়ে যাওয়া হয়েছিল। বৃহস্পতিবার ফেরার কথা ছিল। ঝাড়খণ্ড থেকে ফেরার পথে ওড়িশার কেওনঝড়ে একটি জলপ্রপাতে নামেন তাঁরা। সেই সময়ে দুই ছাত্র পড়ে যান বলে অভিযোগ।
আরও পড়ুন-যুদ্ধে ছেদ পড়তেই জেলমুক্ত ৩৯ প্যালেস্তিনীয়, ২৫ পণবন্দিকে মুক্তি হামাসের
স্থানীয় সূত্রের খবর, জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে এক ছাত্র পড়ে যান। এরপর একইভাবে প্রায় কুড়ি ফুট নীচে পড়ে যান তারাশঙ্করও। জলের তোড়ে ভেসে যান তিনি। অপর ছাত্রের খোঁজ মিললেও তারাশঙ্করের খোঁজ মেলেনি। পুলিশ উদ্ধারকাজ চালাচ্ছে। খবর পেয়েই আরামবাগ থেকে ঘটনাস্থলে পৌঁছন তারাশঙ্করের এক দাদা ও দুই কাকা।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…