ইলিশ মাছের (Hilsa fish) জোগান বাড়ছে বলেই রূপোলি ফসলের দাম কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জোগান বেশি রয়েছে তাই এবার দুর্গাপুজো পর্যন্ত ইলিশ সস্তা থাকবে বলেই মনে করা হচ্ছে। গত বছরের তুলনায় এই বছর অনেক পরিমান বেশি ইলিশ মাছ ধরা পড়েছে। অতএব ইলিশ মাছের দামে এবার বেশ কিছুটা নামবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন-প্রয়াত ‘ম্যায়নে প্যয়র কিয়া’ গীতিকার দেব কোহলি
ইলিশ মাছের দাম বেশি নিয়ে রাজ্যজুড়ে অনেক কথাই হয়েছে। এই নিয়ে রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী বিধানসভায় বলেছেন, ‘গত বছর ইলিশের উৎপাদন হয়েছিল ৫৫৭১ মেট্রিক টন। যা এই বছর এখন পর্যন্ত উৎপাদন হয়েছে ১১ হাজার মেট্রিক টন। এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে জুন মাসের মাঝামাঝি দুই মাসের জন্য ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা করা হয়েছিল। যার ফলে এই বছর অতিরিক্ত উৎপাদন হয়েছে।’
আরও পড়ুন-ছেলের সাফল্যে মায়ের চোখে জল
উল্লেখ্য, রাজ্যের মৎস্য দফতর ২০২৪ সালে তিন মাসের জন্য মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করার চিন্তাভাবনা করেছে। উৎপাদন বেশি হয়েছে বলে ইলিশ মাছ সব বাজারেই পৌঁছে গিয়েছে। মৎস্যজীবী সমিতি মনে করছে এই বছর উৎপাদন ১৭ হাজার মেট্রিক টন ছাড়িয়ে যাবে। বর্ষা দেরিতে আসায় সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে।এর ফলে ইলিশের জোগান আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। দিঘা–কোলাঘাট মিলিয়ে এখনও পর্যন্ত ২৫০ মেট্রিক টন ইলিশ মাছ ধরা হয়েছে। দুর্গাপুজো পর্যন্ত ২ হাজার টন হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন-জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা ছবি কালকক্ষ
এই মর্মে, রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ বলেছেন, ছোট মাছ চাষ করতে তিনি খুব তাড়াতাড়ি রাজ্যের মৎস্য দফতরের কাছে তিন বিঘা পরিমাপের একটি জলাশয় হস্তান্তর করবেন।