সংবাদদাতা, পুরুলিয়া : কোথাও বিসর্জনের ঘাটে দাঁড়িয়ে থাকলেন কোনও নেতা, কোথাও বা নেতা পা মেলালেন দাসাই নাচের তালে। আবার বিজয়ার মিষ্টিমুখে গরিবদের হাতে নতুন বস্ত্র দিলেন কেউ। এভাবেই দেবী বিসর্জনের মহালগ্নে মানুষের ভিড়ে মিশেই দিন কাটালেন পুরুলিয়ার তৃণমূল কংগ্রেস নেতারা। কোনও রাজনীতি নয়, বার্তা দিলেন— উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবে শুধু তৃণমূল থাকে বান্ধব হিসাবে। বুধবার রাত থেকে শুরু হয়েছে এই জনস্রোতে মিশে যাওয়া। বৃহস্পতিবারও চলেছে।
আরও পড়ুন-দূষণ রুখতে শুরু কাঠামো তোলার কাজ
জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় নিজের গ্ৰামে দাসাই নাচের দলের সদস্যাদের সঙ্গে পায়ে পা মেলালেন। পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি গভীর রাত অবধি শহরের নতুন বাঁধের পাড়ে দাঁড়িয়ে থেকে বিসর্জনের তদারকি করলেন। দলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া কোথাও সিঁদুরখেলা দেখলেন। কোথাও ভিড় নিয়ন্ত্রণ করলেন। কাশীপুরের পঞ্চকোট রাজবাড়িতে আগত দর্শনার্থীদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে দেখা গেল তাঁকে। জেলায় মায়ের বিদায়বেলায় দেখা গেল না অন্য কোনও দলের কোনও নেতাকে। সৌমেন বলেন, দলের সকল কর্মীই মানুষের পাশে থেকে পুজোয় সহযোগিতা করেছেন। বাহির বিজয়ার (একাদশীর দিন) বিকেলে আদ্রা-সহ কয়েকটি জায়গায় বিশেষ উৎসব হয়। সেখানেও মানুষের পাশে থেকে সহযোগিতা করেছেন তরুণ কর্মীরা।