দূষণ রুখতে শুরু কাঠামো তোলার কাজ

সেই ছবি দেখা গেল গ্রিন ট্রাইবুনালের নির্দেশমতো বসিরহাটের শ্মশানঘাট, বোর্ড ঘাট, টাকির রাজবাড়ির ঘাট, ঘোষবাবুর ঘাট এলাকায়।

Must read

সংবাদদাতা, বারাসত : বসিরহাট, টাকি ইছামতী ঘাট থেকে কাঠামো তোলার কাজ শুরু। নদীদূষণ রোধ করতে তৎপর পুরসভা। সকাল থেকে কাঠামো তোলায় ব্যস্ত পুরকর্মীরা। বসিরহাট মহকুমার বিভিন্ন জায়গার রাজবাড়ি, জমিদার বাড়ি, বারোয়ারি পুজো মণ্ডপের প্রতিমা বিসর্জনের কাজ প্রায় শেষ। নদীর চরিত্র ও পরিবেশ দূষণ রক্ষা করতে প্রশাসন ব্যস্ত।

আরও পড়ুন-পাটের গোডাউনে ভয়াবহ আগুন

সেই ছবি দেখা গেল গ্রিন ট্রাইবুনালের নির্দেশমতো বসিরহাটের শ্মশানঘাট, বোর্ড ঘাট, টাকির রাজবাড়ির ঘাট, ঘোষবাবুর ঘাট এলাকায়। ইছামতী নদীতে প্রতিমা বিসর্জন হয়েছে, সেসব জায়গার কাঠামো তোলার কাজ শুরু করেছেন পুরকর্মীরা। বাদুড়িয়া, বসিরহাট, টাকি, পুরসভার পুরকর্মীরা সকাল থেকে ইছামতী নদীর ঘাটগুলো পরিষ্কার করতে ব্যস্ত। কাঠামো সংগ্রাহকরাও কাঠামো সংগ্রহ করতে নেমে পড়েছেন। একদিকে পরিবেশ দূষণ রক্ষা, অন্যদিকে জীবন-জীবিকার টানে তাঁরা কাঠামোগুলো তুলে বিক্রি করে মুনাফা অর্জন করছেন।

Latest article