পাটের গোডাউনে ভয়াবহ আগুন

দমকলের একটি ইঞ্জিন দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে স্থানীয়দের সহযোগিতায় কিছু পাট সরিয়ে আনা সম্ভব হলেও ৩০০ কুইন্টাল পাট পুড়ে ছাই হয়ে যায়।

Must read

সংবাদদাতা, মালদহ : উৎসবের (festival) আবহে অগ্নিকাণ্ড। বৈদ্যুতিক শর্ট-সার্কিটের আগুনে পুড়ে ছাই হল গোডাউন ভর্তি পাট (jute) ।ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটেছে বৃহস্পতিবার সকালে হরিশচন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বনসরিয়া মোড়ে। পাট ব্যবসায়ী তথা হরিশচন্দ্রপুর-১ নং ব্লকের পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ কেরামুদ্দিন আহমেদের পাটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

আরও পড়ুন-৮ অক্টোবর থেকে শুরু ই-অফিস

প্রায় ৩০০ কুইন্টাল পাট পুড়ে ছাই হয়ে গিয়েছে।দমকলের একটি ইঞ্জিন দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে স্থানীয়দের সহযোগিতায় কিছু পাট সরিয়ে আনা সম্ভব হলেও ৩০০ কুইন্টাল পাট পুড়ে ছাই হয়ে যায়। যার বর্তমান বাজার মূল্য ১৮ লক্ষ টাকার বেশি বলে জানা গিয়েছে।

Latest article