কেন্দ্রের বৈঠকে যাবে না তৃণমূল

Must read

নয়াদিল্লি : আগামী ১৯ জুলাই মোদি সরকারের ডাকা সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকবে না তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ২০ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস। ওই অনুষ্ঠান পালনের পরই ২৪ জুলাই সোমবার সংসদের বাদল অধিবেশনে যোগ দেবেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদরা। লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudeep Banerjee) এই খবর জানিয়েছেন।
তৃণমূলের অভিযোগ, মুখে বিজেপি যতই বলুক, আসলে মোদি সরকার কোনও গুরুত্বপূর্ণ ইস্যুতেই আলোচনা চায় না।
বাদল অধিবেশনের আগে ১৪ জুলাই মণিপুরে যাচ্ছে তৃণমূলের ৫ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল। স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে নেত্রীকে রিপোর্ট দেবেন তাঁরা। মণিপুরে যেতে চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তাঁর চিঠির শুধুমাত্র প্রাপ্তিস্বীকারই করা হয়েছে। মণিপুর নিয়ে আলোচনা না হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক বয়কট করে তৃণমূল কংগ্রেস। এবারের বাদল অধিবেশনেও মণিপুর নিয়ে সোচ্চার হবে দল।

আরও পড়ুন- চরম অবনতি দিল্লির আইনশৃঙ্খলার, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে মহিলার দেহাংশ

Latest article