প্রতিবেদন : টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানের রেটিং বা টিআরপি নির্ধারণ নিয়ে সরকারি গাইডলাইন সম্পর্কে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রকের কাছে জানতে চাইলেন লোকসভার তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, এ ব্যাপারে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের কাছ থেকে সরকার কি কোনও রিপোর্ট পেয়েছে? টেলিভিশনে সংবাদ, বিনোদন-সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের রেটিং বা টিআরপি কীভাবে নির্ধারণ করা হবে সে বিষয়ে সরকার কি কোনও সুপারিশ করেছে?
আরও পড়ুন-রাজ্যসভা থেকে এবার বরখাস্ত ডেরেক ও’ব্রায়েন
প্রশ্নের উত্তরে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে রেটিং নির্ধারণ কীভাবে হবে তা চূড়ান্ত করতে একটি কমিটি ইতিমধ্যেই গঠন করা হয়েছে। ওই কমিটির নেতৃত্বে আছেন প্রসারভারতীর মুখ্য কার্যনির্বাহী অফিসার। এছাড়াও ওই কমিটিতে বিভিন্ন দফতরের বেশ কয়েকজন শীর্ষ আধিকারিক আছেন। তাঁরা পুরো বিষয়টি খতিয়ে দেখে একটি রিপোর্ট তৈরি করবেন। টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানের টিআরপি নির্ধারণের ক্ষেত্রে সরকার একটি নির্দেশিকা তৈরি করেছে। ২০১৪ সালের জানুয়ারি মাসে এই নির্দেশিকা তৈরি করা হয়।