দেশদ্রোহিতা : তথ্যই নেই

সাংসদের করা প্রশ্নে তা স্বীকার করে নিল স্বরাষ্ট্রমন্ত্রক। দেশদ্রোহিতা নিয়ে ব্যাখ্যা চেয়েছিলেন হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি৷

Must read

প্রতিবেদন : দেশদ্রোহিতা নিয়ে কেন্দ্রের কাছে কোনও তথ্য নেই। সাংসদের করা প্রশ্নে তা স্বীকার করে নিল স্বরাষ্ট্রমন্ত্রক। দেশদ্রোহিতা নিয়ে ব্যাখ্যা চেয়েছিলেন হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি৷ পাশাপাশি প্রত্যেক রাজ্যে দেশদ্রোহী কাজকর্মের সঙ্গে যুক্ত থাকার জন্য কতজনকে গ্রেফতার করা হয়েছে তার কোনও তথ্য কেন্দ্রের কাছে রয়েছে কি না তা নিয়েও জানতে চেয়েছিলেন এই সাংসদ৷

আরও পড়ুন-টিআরপি প্রশ্ন উঠল সংসদে

এর উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেছেন, সংবিধানে দেশদ্রোহিতার নির্দিষ্ট কোনও ব্যখ্যা নেই তবে দেশের ঐক্যের জন্য যা ক্ষতিকর, যা বেআইনি ও নাশকতামূলক কার্যকলাপ বলে বিবেচিত হয় তার জন্য এবং দেশের অখণ্ডতা বজায় রাখার জন্য বিভিন্ন ফৌজদারি আইন এবং কঠোর আইনি ব্যবস্থা রয়েছে। এরপর তিনি বলেন, সপ্তম তফসিল অনুসারে পাবলিক অর্ডার এবং পুলিশ বিষয়ক যে কোনও কাজ হল রাজ্যের বিষয়। কোনও নির্দিষ্ট স্থানের আইনশৃঙ্খলা রক্ষা, কোনও ঘটনা সম্পর্কে তদন্ত করা, অপরাধের বিচার হওয়ার মতো বিষয়গুলি প্রাথমিকভাবে রাজ্য সরকারের উপরেই নির্ভর করে৷ তবে যদি বলেন দেশদ্রোহী কাজকর্মের জন্য কতজনের শাস্তি হয়েছে, তা নিয়ে কেন্দ্রের কাছে কোনও তথ্য নেই।

Latest article