প্রতিবেদন : দূরবিনে দেখা মেলে না। অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না অণুবীক্ষণ যন্ত্রেও। তবুও পার্টিতে তীব্র গোষ্ঠীকোন্দল। হাতাহাতি, রেগে গিয়ে সম্মেলন কক্ষ থেকে ওয়াক আউট, আরও কত কী। এসবেরই সাক্ষী হয়ে রইল সিপিআই-এর (CPI) রাজ্য সম্মেলন। রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি। কেন্দ্রীয় নেতৃত্বের সামনেই দুই গোষ্ঠীর নেতারা হাতাহাতিতে জড়ালেন। সম্মেলন ছেড়ে ক্ষোভে বেরিয়ে গেলেন বর্ষীয়ান নেতা শ্রীকুমার চট্টোপাধ্যায়, প্রবীর দেব, মধুছন্দা দেব সহ নেতৃত্ব। বসে বসে পুরো ঘটনাটা দেখলেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক ডি রাজা। বাংলায় সিপিআই-এর (CPI) গোষ্ঠী লড়াই অবশ্য নতুন কোনও ঘটনা নয়। আগেও ছিল, এখনও আছে। মেদিনীপুর শহরে এবারে বসেছিল পার্টির ৩ দিনের রাজ্য সম্মেলন। শনিবার শেষদিনে ব্যাপক উত্তেজনা দেখা দেয় সম্মেলনে। কিন্তু এবারে মেদিনীপুরে ৩ দিনের রাজ্য সম্মেলনে পরিবেশ এমন উত্তপ্ত হয়ে ওঠার কারণটা কী? আসলে রাজ্য সম্পাদক হিসাবে আর স্বপন বন্দ্যোপাধ্যায়কে মেনে নিতে নারাজ ছিল শ্রীকুমার গোষ্ঠী। এই শিবির শুরু থেকেই সরব ছিল ভোটের দাবিতে। কিন্তু ভোটাভুটিতে রাজি নয় বিপক্ষ শিবির। ভোটাভুটি হবে না বলে জানিয়ে দেয় কেন্দ্রীয় নেতৃত্বও। কিন্তু ভোটাভুটি না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। প্রথম দিন থেকেই বিরোধী প্যানেলকে প্রেসিডিয়ামে রাখা হয়নি বলে অভিযোগ। অন্যদিকে, স্বপন বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর ৮১ জনের বিরুদ্ধে পাল্টা প্যানেল দেয় শ্রীকুমার চট্টোপাধ্যায় শিবির।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর আরেক অবদান: সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন চালু