ইউক্রেনে চলছে যুদ্ধ এখন কােথায় সিপিএম

এখন সিপিএমকে দেখলে লজ্জা হয়। ছোটবেলার দেখতাম ভিয়েতনামের ওপর অত্যাচার হচ্ছে বলে কলকাতায় সিপিএম মিছিল করত।

Must read

প্রতিবেদন : এখন সিপিএমকে দেখলে লজ্জা হয়। ছোটবেলার দেখতাম ভিয়েতনামের ওপর অত্যাচার হচ্ছে বলে কলকাতায় সিপিএম মিছিল করত। স্লোগান দিত, তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম। এখন ইউক্রেনে যুদ্ধ চলছে, কোথায় সিপিএম? এখন তারা কেন মিছিল করছে না? এরকম তীর্যক ভাষায় বঙ্গ সিপিএমের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-ছাত্রছাত্রীদের সুবিধার্থে বিশেষ অ্যাপ, দু’মাসেই ধনধান্য স্টেডিয়াম

সোমবার বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণের উদ্বোধনী মঞ্চ থেকেই সিপিএমকে একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, প্রতিবছর বন্‌ধ করা চাই। কিসের বন্‌ধ। বাংলায় কোনও বন্‌ধ হবে না। বঙ্গ সিপিএম এতদিন ব্যস্ত ছিল কান্নুরে তাদের পার্টি কংগ্রেস নিয়ে। তার আগে তার প্রস্তুতি নিয়ে। কারণ পার্টির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাওয়া নিয়ে লবিবাজি করা, বাংলায় রাজ্য কমিটিতে জায়গা করে নেওয়া সহ কত কাজ তাদের। কোথায় ইউক্রেনে কারা যুদ্ধ করে মরল তাতে শূন্য হয়ে যাওয়া সিপিএমের কী যায়-আসে। লোক ভুলিয়ে ছলেবলে কৌশলে চলা সিপিএমের সোনার সে সময় আর নেই৷ তাই এসব মিছিল করেই বা কী হবে। অতএব পার্টির অন্দরেই নিজের নিজের অস্তিত্ব রক্ষার জন্য মারামারি করেই দিন কাটিয়ে দেওয়া।

Latest article