শূন্য পদের তালিকা তৈরির কাজ শুরু

২০১৯ সালের হিসাব অনুযায়ী প্রাথমিক স্তরে সাড়ে সাত হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে। সেই সংখ্যা দ্বিগুণ থেকে তিনগুণ বাড়তে পারে।

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে নতুন করে ৮৯ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণার পরেই প্রাথমিকে মোট শূন্য পদ জানতে চেয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিদ্যালয় শিক্ষা দফতরকে চিঠি দিল। প্রতিটি জেলার প্রাথমিক বিদ্যালয়ে কত সংখ্যক শিক্ষক পদ শূন্য রয়েছে তা সংশ্লিষ্ট বিদ্যালয় পরিদর্শকদের কাছ থেকে রিপোর্ট নিয়ে জানাতে বলা হয়েছে। ২০১৯ সালের হিসাব অনুযায়ী প্রাথমিক স্তরে সাড়ে সাত হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে। সেই সংখ্যা দ্বিগুণ থেকে তিনগুণ বাড়তে পারে।

আরও পড়ুন-ভেঙে পড়ল অস্থায়ী সেতু, ফুঁসছে আংরাভাসা

যার মোট সংখ্যা হবে ৮৯ হাজার। আগামী শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্বর্তী কমিটির বৈঠক রয়েছে। তার আগেই জেলাগুলিকে শূন্য পদের তালিকা জমা করতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই যাঁরা টেট উত্তীর্ণ হয়েছেন, এই নিয়োগ প্রক্রিয়া শুরু হলে তাঁরা আবেদন করতে পারবেন৷ শূন্য পদের নির্দিষ্ট তালিকা হাতে পেলেই দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। সব ঠিক থাকলে পুজোর আগেই রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের জন্য টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হতে পারে।

আরও পড়ুন-ভুটান থেকে নামছে জল

সেক্ষেত্রে চলতি বছরে নভেম্বর বা ডিসেম্বর মাসে সেই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে পর্ষদ সূত্রে খবর। রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের আগেই আরেকবার টেট পরীক্ষা নেওয়ার পর্ব সেরে ফেলতে পারে রাজ্য সরকার। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদে দায়িত্বভার নেওয়ার পরই গৌতম পাল জানিয়েছিলেন, এবার থেকে প্রতি বছর টেট পরীক্ষা বা প্রাথমিকে শিক্ষক পদে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা নেওয়া হবে।

Latest article