দুলাল সিংহ, বালুরঘাট: বালুরঘাটের নাট্য উৎকর্ষ কেন্দ্রকে নিয়ে ভাবছে জেলা প্রশাসন। নাট্য উৎকর্ষ কেন্দ্রকে মূলস্রোতে ফেরাতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। শীঘ্রই জেলার সাংস্কৃতিক কর্মী ও সংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে নাট্যজগতের মানুষদের নিয়ে আলোচনায় বসতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। জানালেন জেলাশাসক বিজিন কৃষ্ণা।
আরও পড়ুন-পুতুল নাচে সচেতনতা
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ২০১৮ সালে ৬,৯৯,৮৭,৫৫৮ টাকা ব্যয়ে বালুরঘাটের নাট্য উৎকর্ষ কেন্দ্রটি নির্মাণ করে। পরবর্তী সময়ে কোভিড পরিস্থিতি দেখা দিলে স্বাস্থ্য দফতর নাট্য উৎকর্ষ কেন্দ্রটিকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করে। এরপর কোভিডের প্রকোপ কমবার পরেও বর্তমানে বেশ কিছুদিন ধরে কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই নাট্য উৎকর্ষ কেন্দ্রটি। নাট্য উৎকর্ষ কেন্দ্রটি ফের চালুর দাবিতে সরব হতে শুরু করে বালুরঘাটের নাট্যপ্রেমীরা। জেলাশাসক বলেন, শীঘ্রই সাংস্কৃতিক অনুষ্ঠানে ভরে উঠবে নাট্য উৎকর্ষ কেন্দ্র।