বিরোধীরা নেই, চা-বলয়ে ফুটল জোড়া ফুল

মুখ্যমন্ত্রীর ওপর ফের আস্থা রাখল চা-বলয়ের মানুষ। ব্যালট বক্স খুলতেই দেখা গেল পঞ্চায়েত ভোটে দু’হাত উজাড় করে তৃণমূলকে সমর্থন জানিয়েছে চা-বাগানের মানুষ

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : মুখ্যমন্ত্রীর ওপর ফের আস্থা রাখল চা-বলয়ের মানুষ। ব্যালট বক্স খুলতেই দেখা গেল পঞ্চায়েত ভোটে দু’হাত উজাড় করে তৃণমূলকে সমর্থন জানিয়েছে চা-বাগানের মানুষ। আলিপুরদুয়ারের সবুজ চা-বলয়ে পদ্ম ঝরে ফের একবার ফুটল জোড়া ফুল। উনিশের লোকসভা ও একুশের বিধানসভায় ডুয়ার্সের চা-বলয়ে যে পদ্মের চাষ হয়েছিল, তা সমূলে উপড়ে ফেলল তৃণমূল। আলিপুরদুয়ারের ছ’টি ব্লকের প্রতিটিতেই গ্রাম পঞ্চায়েতে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে বিজেপি।

আরও পড়ুন-এই ফল আগামীর পথনির্দেশক: ডাঃ শান্তনু সেন

বিজেপির প্রতি মানুষের যে মোহভঙ্গ হয়েছে তা টের পাওয়া গিয়েছিল আলিপুরদুয়ার ও ফালাকাটা পুরসভার ভোটেই। আর এবার পঞ্চায়েত ভোটে সাধারণ মানুষকে দেওয়া বিজেপির মিথ্যা প্রতিশ্রুতির ইমারত একেবারে ভেঙে খানখান হয়ে গেল। একটি কুড়ি দুটি পাতার রাজ্যের বাসিন্দারা মুখ্যমন্ত্রীর উন্নয়নের পথেই পা মেলালেন। তারা চা-সুন্দরী, বাড়িতে বাড়িতে নলবাহিত পরিস্রুত পানীয় জল, লক্ষ্মীর ভাণ্ডার, জয় জোহার, বন্ধু প্রকল্পের সমর্থনেই তাঁদের মতামত দিয়েছেন ভোট বাক্সে। তাই জেলার ৬৪টি গ্রাম পঞ্চায়েতের ৫৫টিই গিয়েছে তৃণমূলের ঝুলিতে।

Latest article