ভোটের গণনার রাতেই হঠাৎ করে অগ্নিগর্ভ ভাঙড়

গণনাকেন্দ্র চত্বরে বিভিন্ন রাজ্য থেকে আসা পুলিশ বাহিনী এবং সিআরপিএফ মিলিয়ে এক কোম্পানির কিছু বেশি কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন রয়েছেন

Must read

ভোটের গণনার (election counting) রাতেই হঠাৎ করে অগ্নিগর্ভ ভাঙড়। চলল বোমা-গুলি। এই ঘটনার ফলে আহত বেশ কয়েকজন। জানা গিয়েছে টার্গেট তৃনমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম। ইতিকাঁঠালিয়ার ভোটগণনা কেন্দ্রের ভিতরে গণনাকর্মী, কাউন্টিং এজেন্টরা আতঙ্কিত হয়ে পড়েছেন। বাইরে অবিরাম বোমা ফেটে চলেছে। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে কাঁঠালিয়ার গণনাকেন্দ্রের পরিস্থিতি।

আরও পড়ুন-বিরোধীরা নেই, চা-বলয়ে ফুটল জোড়া ফুল

মঙ্গলবার রাতে গণনাকেন্দ্রের মধ্যেই আরাবুল ইসলাম আটকে পড়েন। আটকে রয়েছেন সংবাদমাধ্যমের বেশ কয়েকজন কর্মী । প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আরাবুল ইসলামকে মূল টার্গেট করে প্রায় ৫০০-র বেশি দুষ্কৃতী জড়ো হয়েছে কাঁঠালিয়া হাইস্কুলের বাইরে। দুষ্কৃতীরা প্রত্যেকেই সশস্ত্র। ভাঙড়ের অশান্তিতে দুইজন পুলিশকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপারও আহত হয়েছেন।

আরও পড়ুন-এই ফল আগামীর পথনির্দেশক: ডাঃ শান্তনু সেন

গণনাকেন্দ্র চত্বরে বিভিন্ন রাজ্য থেকে আসা পুলিশ বাহিনী এবং সিআরপিএফ মিলিয়ে এক কোম্পানির কিছু বেশি কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন রয়েছেন। তাঁরা কাঁঠালিয়ার গণনাকেন্দ্রের ভিতরের অংশটিকে সুরক্ষিত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণ আসছে না। রাত যত বেড়েছে ততই অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে উঠেছে।

Latest article