প্রতিবেদন : দু’দিন ব্যাপী নিলাম থেকে যে দল গড়েছে কলকাতা নাইট রাইডার্স তা নিয়ে প্রশ্ন থাকলেও নাইট সিইও ভেঙ্কি মাইসোরের দাবি, তাঁরা মেগা নিলামে খুব ভাল পারফরম্যান্স করেছেন। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণে যথেষ্ট ভারসাম্য রয়েছে দলে।
ভেঙ্কি বলেন, ‘‘নিলামের প্রথম সেশনটা খুব কঠিন হয়। অনেক টেনশন থাকে। সেই জায়গায় আমরা ভাল কাজ করেছি তিনজন খেলোয়াড়কে তুলে নিয়ে। আমাদের পরিকল্পনাই সেটা ছিল। মাঝে কিছু প্লেয়ার হাতছাড়া হয়েছে। এই সময় আতঙ্কের পরিবেশ তৈর হয়। কিন্তু আমরা ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করেছি। কারণ, আমাদের প্ল্যান ‘বি’ ছিল। দ্বিতীয় দিন সবার যখন বাজেট প্রায় শেষ, তখন আমরা সহজেই স্যাম বিলিংস, মহম্মদ নবি, উমেশ যাদব, অ্যালেক্স হেলসদের নিতে পেরেছি।’’
আরও পড়ুন-নিলাম শেষে এবার ভাঙল জুটি
নাইট সিইও আরও বলেন, ‘‘অনেককে আমরা কেকেআর পরিবারে ফিরিয়ে আনতে পেরে খুশি। আমাদের দলের সিস্টেম, সংস্কৃতির সঙ্গে যারা পরিচিত তারা দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিয়ে পারফর্ম করতে পারবে। আর সবাই জানে, কেকেআর কীভাবে নতুনদের সুযোগ দিয়ে তাদের তৈরি করে নেয়। তাই আমন খান, অভিজিৎ তোমার, রমেশ কুমার, প্রথম সিংদের দলে নিয়েছি। একই ভাবে রিঙ্কু সিংকেও দলে ফিরিয়েছি। ও তো আমাদের কেকেআর অ্যাকাডেমিরই ফসল।’’