সিগন্যালিং এর বড় কোনও গোলমাল ছিল এমনই অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। রেলের দুই আধিকারিক এর একটি অডিও ক্লিপ (audio clip) প্রকাশ্যে আনেন কুণাল ঘোষ। সেই অডিও ক্লিপে সিগন্যালিং নিয়ে সমস্যার কথা স্বীকার করেছেন রেলের আধিকারিকরা। সেই নিয়ে টুইট করেন তিনি।
আরও পড়ুন-ক্ষতিপূরণ নিয়ে কেন্দ্রের সরকারের দিকে আঙ্গুল তোলেন সোনু সুদ
এরপরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীকে করা টুইট প্রসঙ্গে পাল্টা টুইট করেন কুণাল ঘোষ। সেখানে তিনি স্পষ্ট করেই লেখেন, বালেশ্বরের রেল দুর্ঘটনার জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে জবাবদিহি করতে হবে। দুর্ঘটনার কারণ স্পষ্ট করে জানাতে হবে। জ্ঞানেশ্বরী দুর্ঘটনার সঙ্গে করমণ্ডলের কোনও তুলনা চলে না। কারণ জ্ঞানেশ্বরী দুর্ঘটনায় পড়েছিল মাওবাদীদের নাশকতার কারণে। বরং সে সময় তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছিলেন।’
আরও পড়ুন-ওড়িশা থেকে কলকাতা পর্যন্ত বিনামূল্যে বাস পরিষেবা ঘোষণা করলেন ওড়িশা মুখ্যমন্ত্রী
তিনি আরও লেখেন, ‘বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তো নিজেই পারিবারিক রাজনীতি তে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছেন। ওনার মুখে অন্যের সমালোচনা শোভা পায় না। অধিকারী প্রাইভেট লিমিটেড যে তিনি এবং তার ভাইদের একটি অংশ. সিলেক্টিভ অ্যামনেসিয়াতে সত্যিই একটি মাস্টারক্লাস! শুভেন্দু মীর জাফর অধিকারী নিজের অজান্তেই ফাঁস করেছেন বিজেপি ও সিপিআইএম-এর হার্মাদদের সঙ্গে গোপন সম্পর্ক রয়েছে।’
Yesterday’s tragic incident demands answers from Railway Minister and @BJP4India MP @AshwiniVaishnaw not whataboutism and political finger-pointing from LoP @SuvenduWB.
The Balasore train accident must not be conflated with the Jnaneswari Express derailment incident – the former… https://t.co/fKjjTcc79T
— Kunal Ghosh (@KunalGhoshAgain) June 4, 2023