ওড়িশা থেকে কলকাতা পর্যন্ত বিনামূল্যে বাস পরিষেবা ঘোষণা করলেন ওড়িশা মুখ্যমন্ত্রী

ওড়িশার তথ্য ও জনসংযোগ বিভাগের তরফে এই মর্মে জানানো হয়, শুক্রবারের দুর্ঘটনার ফলে বালেশ্বর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে

Must read

বালেশ্বরের (Balasore) কাছে দুর্ঘটনার জেরে বন্ধ আপাতত রেল পরিষেবা। তিনদিন ধরে বাতিল হচ্ছে বহু ট্রেন। আজও প্রায় ১৬টি ট্রেন বাতিল করা হয়েছে। এর ফলে স্বভাবতই সমস্যায় পড়েছেন বহু মানুষ। যাত্রীদের এই সমস্য়া দূর করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। রবিবার তিনি ঘোষণা করেন, পুরী, কটক ও ভুবনেশ্বর থেকে কলকাতা পর্যন্ত বিশেষ বাস পরিষেবা চালু করা হচ্ছে। সম্পূর্ণ নিখরচায় এই বাসে পরিষেবা দেবে। রোজ ৫০টি করে বাস চলবে।

আরও পড়ুন-‘পদত্যাগ করুন রেলমন্ত্রী’ বিজেপি নেতার বিস্ফোরক ট্যুইট

ওড়িশার তথ্য ও জনসংযোগ বিভাগের তরফে এই মর্মে জানানো হয়, শুক্রবারের দুর্ঘটনার ফলে বালেশ্বর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। যাত্রীদের কথা ভেবেই মুখ্য়মন্ত্রী নবীন পট্টনায়ক পুরী, কটক ও ভুবনেশ্বর থেকে কলকাতা পর্যন্ত বিনামূল্যে বাস পরিষেবা চালু করার ঘোষণা করেছেন। আজ থেকে এই বাস পরিষেবা চালু হচ্ছে।

আরও পড়ুন-অলিম্পিকও বাধা হতে পারে সাক্ষীদের

প্রসঙ্গত ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় জানিয়েছেন আগেই নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে, গুরুতর আহত হয়েছেন যাঁরা, তাঁদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

Latest article