ফের পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, নজরে চা শিল্পে বিনিয়োগ

এর আগে গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পাহাড় সফরে গিয়েছিলেন সেই সময় পাহাড়ে শিল্পপতিদের বিনিয়োগ করার জন্য আবেদন জানান তিনি

Must read

ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এর নজরে শিল্পে বিনিয়োগ। এবার মুখ্যমন্ত্রীর নজরে চা শিল্পে (Tea industry) বিনিয়োগ। চার দিনের সফরে পাহাড়ে যাচ্ছেন তিনি। নবান্ন সূত্রে খবর, চার দিনের পাহাড় সফর করবেন তিনি। বুধবার পাহাড়ে শিল্পপতিদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-‘জ্ঞানেশ্বরী দুর্ঘটনার সঙ্গে করমণ্ডলের কোনও তুলনা চলে না’ কুণাল ঘোষের নিশানায় বিরোধী দলনেতা

সূত্রের খবর দার্জিলিংয়ের ভানু ভবনে হবে এই বৈঠক। এর আগে গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পাহাড় সফরে গিয়েছিলেন সেই সময় পাহাড়ে শিল্পপতিদের বিনিয়োগ করার জন্য আবেদন জানান তিনি। সেই আবেদনে সাড়া দিয়ে চা শিল্প থেকে শুরু করে বেশ কিছু ক্ষেত্রে বিনিয়োগে পা বাড়িয়েছেন শিল্পপতিরা। সেই বিনিয়োগেই আরও একধাপ এগোতে চাইছে রাজ্য। এই বৈঠক গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-ক্ষতিপূরণ নিয়ে কেন্দ্রের সরকারের দিকে আঙ্গুল তোলেন সোনু সুদ

উল্লেখ্য সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং পৌঁছবেন। মঙ্গলবার এখনও পর্যন্ত কোনও কর্মসূচি তৈরি হয়নি কিন্তু বুধবার ভানু ভবনে শিল্প নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বৈঠকে রাজ্যের একাধিক শিল্পপতিরা থাকবেন ও সঙ্গে থাকবেন রাজ্যের একাধিক দফতরের সচিবরা।

Latest article