সংবাদদাতা, রায়দিঘি : আবাস যোজনা নিয়ে বিরোধী রাজনৈতিক দল নোংরা রাজনীতির খেলায় নেমেছে। কিন্তু আবাস যোজনা নিয়ে রায়দিঘিতে কোনও দুর্নীতি হয়নি বলে জোর গলাতেই জানিয়ে দিলেন বিধায়ক ড. অলোক জলদাতা। বৃহস্পতিবার রায়দিঘিতে এক সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, আবাস যোজনায় রায়দিঘি বিধানসভায় কোনও দুর্নীতি হয়নি। জানিয়েছেন, রায়দিঘি নদীমাতৃক এলাকা।
আরও পড়ুন-চাকা ফেটে সাঁকো ভেঙে খালে যাত্রীবোঝাই বাস
এখানকার মানুষজন আমফান, ইয়াসের মতো বড় বড় ঘূর্ণিঝড় দেখেছেন। সেজন্য তাঁরা পাকা ঘর বাঁধতে চেয়েছেন। ২০১৮-য় যখন তাঁদের আবাস যোজনার জন্য ঘরের ছবি তোলা হয়েছিল, তখন তাঁদের মাটির বাড়ি ছিল। এরপর ভয়াবহ ঝড়ের কবলে পড়ে বাধ্য হয়ে পাকা ঘর বেঁধেছেন। এজন্য তাঁরা অনেকেই ধারদেনা করেছেন। এখনও অনেকের বিল্ডার্সের দোকানে বাকি রয়েছে। বিরোধীরা আর কিছু না পেয়ে এটাকেই হাতিয়ার করছে। রায়দিঘির কাশীনগরে বৃহস্পতিবার দিদির সুরক্ষা কবচ নিয়ে এক সাংবাদিক সম্মেলন করে তৃণমূল নেতৃত্ব। সেখানে বিধায়ক অলোক জলদাতা ছাড়াও ছিলেন তৃণমূলের সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি বাপি হালদার ও অন্যরা। দিদির সুরক্ষা কবচ নিয়ে দলীয় নেতৃত্বকে সবিস্তারিত বিবরণ দিচ্ছিলেন রায়দিঘির বিধায়ক। সেখানেই আবাস যোজনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের বিধায়ক দুর্নীতি নিয়ে এই মন্তব্য করেন।