চাকা ফেটে সাঁকো ভেঙে খালে যাত্রীবোঝাই বাস

বৃহস্পতিবার বাসটি কাটোয়া থেকে রওনা হয়েছিল বীরভূমের কীর্ণাহারের উদ্দেশে। কেতুগ্রামের বারান্দা এলাকায় আচমকাই চলন্ত বাসটির চাকা ফেটে যায়

Must read

সংবাদদাতা, কেতুগ্রাম : চলন্ত অবস্থায় আচমকাই যাত্রীবোঝাই বাসের চাকা ফেটে বিপত্তি! নিয়ন্ত্রণ হারিয়ে সাঁকো ভেঙে খালে পড়ল বাস। বৃহস্পতিবার, এই দুর্ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। দুর্ঘটনার জেরে বেশ কয়েকজন যাত্রী জখম হয়েছেন। তবে কারও মারা যাওয়ার খবর এখনও মেলেনি। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন-৩১ মার্চের মধ্যে জিপিএস সিস্টেম চালু রাজ্য পরিবহণে

জানা গিয়েছে, বৃহস্পতিবার বাসটি কাটোয়া থেকে রওনা হয়েছিল বীরভূমের কীর্ণাহারের উদ্দেশে। কেতুগ্রামের বারান্দা এলাকায় আচমকাই চলন্ত বাসটির চাকা ফেটে যায়। তার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে কাটোয়া-বীরভূম রাজ্য সড়কে একটি কংক্রিটের সাঁকো ভেঙে খালে পড়ে যায় বাসটি। সংঘর্ষের তীব্র শব্দে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। তবে যাত্রীদের কেউই গুরুতর জখম হননি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। যাত্রীদের উদ্ধার করে তাঁদের ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। দুর্ঘটনায় ১৪ জন যাত্রী জখম হয়েছেন। তাঁদের মধ্যে ১২ জনকে কেতুগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়। দু’জনকে স্থানান্তরিত করা হয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালে।

Latest article