শিল্প বন্ধের তথ্যই নেই !

Must read

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : নোট বাতিলের ফলে কত অতিক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বন্ধ হয়েছে সেই সংক্রান্ত তথ্য নেই কেন্দ্রীয় সরকারের কাছে। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ্যসভার সাংসদ জহর সরকারের প্রশ্নের উত্তরে স্পষ্ট হয়ে গেল, কেন্দ্রীয় সরকারের এই হতশ্রী দশা৷ তৃণমূল (Trinamool Congress) সাংসদ জহর সরকার লিখিত প্রশ্নের মাধ্যমে কেন্দ্রের কাছে মূলত জানতে চেয়েছিলেন, অতিক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের ক্ষেত্রে প্রতিটি বিভাগে উৎপাদন উপযোগী শিল্পের সংখ্যা কত। রাজ্যভিত্তিক এই সংখ্যা৷ অতিক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত আনুমানিক কর্মীসংখ্যা ও তাদের মোট অর্থনৈতিক মূল্য কত।

আরও পড়ুন – দেওয়াল লিখে প্রচার বাবুলের

কেন্দ্রীয় সরকারের কাছে তাঁর সর্বশেষ প্রশ্ন ছিল, এই সমস্ত ছোট, মাঝারি ও ক্ষুদ্র শিল্পের মধ্যে কতগুলো নোট বাতিলের কারণে বন্ধ হয়ে গেছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কর্মীদের একটা আনুমানিক সংখ্যা দিলেও জহর সরকারের তৃতীয় প্রশ্নের উত্তরে, কেন্দ্রীয় সরকার সাফ জানিয়ে দিয়েছে তাদের কাছে সঠিক কোনও তথ্য নেই। কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রতিমন্ত্রী ভানুপ্রতাপ সিং ভার্মা জানিয়েছেন, নোট বাতিলের অসুবিধার কারণে ঠিক কত শিল্প বন্ধ হয়ে গেছে তার কোনও সঠিক পরিসংখ্যান নেই কেন্দ্রীয় সরকারের কাছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার নোট বাতিলের স্বপক্ষে যে যুক্তি বারবার খাড়া করেছিল, তা যে আদতে ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছুই নয়, তারই স্পষ্ট উদাহরণ কেন্দ্রীয় সরকারের এই স্বীকারোক্তি। তারা জানেই না কত শিল্প বন্ধ হয়েছিল, কত মানুষ কর্মহীন হয়েছিল বা না খেতে পেয়ে মারা গিয়েছিল।

Latest article