কেন্দ্রীয় বাহিনীর তীব্র অত্যাচারে এখনও আতঙ্ক মতুয়ানগরীতে

হরিচাঁদ ঠাকুর আমাদের সর্বধর্মের শিক্ষা দিয়েছেন— জাতপাত নিয়ে বিভেদ না করতে। এই মন্দিরে হিন্দু, মুসলিম, খ্রিস্টান— সবাই আসতে পারেন

Must read

প্রতিবেদন : কেন্দ্রীয় বাহিনীর অত্যাচারে এখন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে পুণ্যধাম মতুয়াধামে। বিশেষ করে মহিলা-ভক্তদের ওপর কুৎসিত আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নিরাপত্তারক্ষীরা করেছে। তাঁদের বন্দুকের বাঁট দিয়ে মেরেছে। মতুয়াসমাজ ক্ষুব্ধ। রবিবার ঠাকুরবাড়ির জন্য ছিল কলঙ্কিত দিন। এই জঘন্য অত্যাচার ও ঠাকুরবাড়িতে বিজেপির রাজনীতি মতুয়ারা মেনে নেবে না। আগামী দিনে তারা ভোটের বাক্সে এর জবাব দেবে। সোমবার তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ জানিয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়েছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি সাংসদ মমতাবালা ঠাকুর। সাংবাদিক বৈঠকে গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন মন্ত্রী শশী পাঁজা ও দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

আরও পড়ুন-যোগীরাজ্যে পুলিশি হেনস্থায় আত্মঘাতী ইউপিএসসি পড়ুয়া, উদ্ধার সুইসাইড নোট

হরিচাঁদ ঠাকুর আমাদের সর্বধর্মের শিক্ষা দিয়েছেন— জাতপাত নিয়ে বিভেদ না করতে। এই মন্দিরে হিন্দু, মুসলিম, খ্রিস্টান— সবাই আসতে পারেন। নরেন্দ্র মোদি-অমিত শাহ এলে আমরা তো আপত্তি জানাই না। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়িতে গেলে আপত্তি কেন! তাঁর আরও অভিযোগ, শান্তনু ঠাকুর আরএসএসের লোক ঢুকিয়ে দিয়েছিল। ওরা হাতে ডান্ডা নিয়ে ছিল। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ফুল, মালা ছিঁড়ে ফেলেছে। লাথি মেরে ঘট ফেলে দিয়েছে। বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়াও ছিলেন এ-সবের মধ্যে। বড়মা বেঁচে থাকলে সবচেয়ে বেশি দুঃখ পেতেন।

আরও পড়ুন-গোপন নথি চুরির অভিযোগ, দোষ প্রমাণ হলে ট্রাম্পের জেল হতে পারে ২০ বছর

মোদি-অমিত শাহের কাছে প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রী হয়ে মতুয়াদের উপর অত্যাচার করেছে। আমাকে খুন করার চেষ্টা করেছিল। শান্তনু-সুব্রতর নেতৃত্বে আমার উপর অনেক অত্যাচার হয়েছে। মমতাবালা বলেন, শান্তনু ঠাকুর যে বাড়িতে থাকেন, সেখানকার প্রভূত উন্নতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়া উন্নয়ন বোর্ড করেছেন। রাস্তাঘাট করেছেন। হরি ঠাকুরের জন্মতিথিতে ছুটি ঘোষণা করেছেন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিজেপি, আরএসএসের গুন্ডারা কলুষিত করেছে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আর্জি, কেন্দ্রীয় মন্ত্রী হয়ে অত্যাচার করছে শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের নেতৃত্বে।

আরও পড়ুন-ঝড়বৃষ্টিতে মুম্বইয়ে ব্যাহত বিমান-পরিষেবা, শক্তিশালী বিপর্যয়

মন্ত্রী শশী পাঁজা বলেন, এই ঘটনায় নিন্দার ভাষা নেই। বিজেপি দেশের নাগরিকদেরই বের করে দিতে চাইছে। এদিন কুণাল বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইলে ৫ মিনিটে সব সাফা করে ওখানে ঢুকতে পারতেন। করেননি। সৌজন্য দেখিয়েছেন। তাঁর সংযোজন, ভোট এলেই বিজেপি সিএএ-এনআরসি করে। কেন্দ্রীয় সরকার মতুয়াদের পরিপন্থী একটি আইন করে বসে আছে। শান্তনু ঠাকুর কি নিজে এই বিষয়টি জানেন? যদি না জানেন তাহলে আমাদের সঙ্গে বসুন জেনে নিন। উত্তর চব্বিশ পরগনা জেলা পুলিশের তরফে রবিবারের ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Latest article