নিশীথের বিরুদ্ধে অভিযোগ দায়ের

তবে বিজেপির এই ঔদ্ধত্য নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনায় বাধা দেবে বলে প্রশাসনিক সহযোগিতা চেয়ে অভিযোগ জানানো হয়েছে৷

Must read

সংবাদদাতা, কোচবিহার : এবারে বিজেপির কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও দুই বিধায়কের বিরুদ্ধে জেলাশাসককে লিখিত অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস৷ তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বরা সোমবার বিকেলে লিখিত চিঠি দেন জেলাশাসকের কাছে৷ প্রতিনিধি দলে ছিলেন মন্ত্রী উদয়ন গুহ, রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, বিধায়ক পরেশ অধিকারী ও জেলাপরিষদ কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ৷ তারা এদিন বিকেলে জেলাশাসকের সঙ্গে দেখা করে কেন্দ্রের মন্ত্রী নিশীথ প্রামাণিক ও বিজেপির উত্তর ও দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দুই বিধায়ক সুকুমার রায় ও নিখিলরঞ্জন দের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান।

আরও পড়ুন-কেন্দ্রীয় বাহিনীর তীব্র অত্যাচারে এখনও আতঙ্ক মতুয়ানগরীতে

জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক জনান, মনোনয়ন জমা দেওয়ার নামে তান্ডব করছে বিজেপি। দিনহাটা ২ ব্লক ও কোচবিহার ১ ব্লক বিডিও অফিসে মনোনয়ন জমা দিয়েছে বিজেপি। দুই দিনই দেখা গেছে বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ বহিরাগতদের সঙ্গে অসংখ্য গাড়ির কনভয় নিয়ে কেন্দ্রের মন্ত্রী নিশীথ প্রামাণিক ও বিজেপির দুই বিধায়ক গিয়েছেন। বিডিও অফিস ঘিরে মনোনয়ন জমা দেওয়ানো হয়েছে৷ পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে এদিন বিজেপির বিরুদ্ধে জেলাশাসককে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি৷ তৃণমূল কংগ্রেস কর্মীদের সংযত থাকতে বলা হয়েছে। তবে বিজেপির এই ঔদ্ধত্য নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনায় বাধা দেবে বলে প্রশাসনিক সহযোগিতা চেয়ে অভিযোগ জানানো হয়েছে৷

Latest article