সংবাদদাতা, বারুইপুর :ত্রিপুরা নির্বাচনের ফলাফল নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে কড়া ভাষায় আক্রমণের পাশাপাশি প্রহসনের জয় হয়েছে বলে আখ্যা দিলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। রবিবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের রামনগরে এক রক্তদান শিবিরে যোগ দিতে এসেছিলেন ফিরহাদ। সেখানে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন ফিরহাদ।
আরও পড়ুন-রাজনীতির নতুন পিচে সাফল্যের পথে বিশ্বরূপ
ফলাফল প্রসঙ্গে ফিরহাদ বলেন,‘‘ত্রিপুরায় কোনও ভোট হয়নি। বিরোধী প্রার্থীদের প্রচারে বাধা দেওয়া হয়। নির্বাচনের দিনও প্রার্থীদের মারধর করা হয়েছে। বুথে বিরোধী এজেন্ট বসতে দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের হিম্মত থাকলে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করে দেখাক। আবারও বলছি গো হারান হারবে।’’
আরও পড়ুন-মানুষ কিন্তু ভোট দেবেন দিদিকে দেখেই : ফরিদা
উল্লেখ্য, প্রচারে বারে বারে তৃণমূল নেতা-কর্মীরা আক্রান্ত হয়েছেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরও হামলা হয়েছে। সুপ্রিম কোর্টও হিংসা নিয়ে রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে বলে। সবমিলিয়ে হিংসার বাতাবরণে ত্রিপুরার ভোট হয়। ফিরহাদ বলেন, ‘‘ওখানে আমার প্রচারসভায় মাইকের তার ছিঁড়ে দেওয়া হয়। আলো বন্ধ করে দেওয়া হয়। অভিষেককেও আক্রমণ করা হয়। কোনওকিছুই বাদ ছিল না।’’ আগামী কলকাতা পুরসভা নির্বাচন নিয়ে ফিরহাদ বলেন, ‘‘ত্রিপুরায় যতই হিংসা হোক। আমরা বাংলায় তা বরদাস্ত করব না। আমরা মানুষের ওপর বিশ্বাস রাখি। মানুষের ভালবাসায় কলকাতা পুরসভাতে আবারও বিপুল ভোটে জয়ী হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।’’