তৃণমূলের মেগা সভায় বিজেপিকে একহাত নিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহ হাঁসদা। নেতাজি ইন্ডোর বক্তব্য রাখার সময় বিজেপিকে সিপিএমের থেকেও ভয়ঙ্কর ও অত্যাচারী দল বলে ব্যাখ্যা করেন বীরবাহা। বাম আমলে বিরোধী বিধায়ক থাকাকালীন তাঁর বাবা ও পরিবারের উপর লাল সন্ত্রাসের ভয়ঙ্কর দিনগুলির কথা তুলে ধরেন।
আরও পড়ুন-বিজেপির চোখে চোখ রেখে লড়াই করতে পারেন মমতাই: কল্যাণ
এরপরই বিজেপিকে তোপ দেগে বীরবাহা বলেন, বিজেপি সিপিএমের থেকেও অত্যাচারী। ওরা ক্ষমতায় এলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। তাই লোকসভা ভোটে সবাই মিলে একজোট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে। বীরবাহার বার্তা, সমস্ত আদিবাসী-ভাইবোনেরা বিজেপির অপশাসনের বিরুদ্ধে গর্জে উঠুন। ওরা একজন আদিবাসীকে রাষ্ট্রপতি করলেও, আদিবাদী সমাজের মানুষের জন্য সার্বিকভাবে কোনও কাজ করেনি। যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা আর কেউ করেননি।