সাধারণ মানুষের ব্যস্ত জীবনে মানুষ খুঁজছে নিরিবিলি ও শান্ত পরিবেশ। খুব বেশি সুযোগ হয় না শীতের দেশে যাওয়ার। আবার সুযোগ হলেও অনেক সময় ভিড় ও মেলে না হোটেল। সেই অবস্থায় এবার ‘নতুন দার্জিলিং’ (Darjeeling) গড়ে তোলার ভাবনাচিন্তা করা হচ্ছে বলে এদিন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আরও পড়ুন-খাদে পড়ল গাড়ি, নেপালের দুর্ঘটনায় মৃত ৪ ভারতীয়
আজ বৃহস্পতিবার আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, ‘উত্তরবঙ্গের জন্য প্রচুর কাজ করেছে তৃণমূল কংগ্রেস সরকার। স্থানীয় এলাকা যদি শান্ত থাকে, তাহলে এই কাজটা সহজ হয়। দার্জিলিঙে ১০-১২ বছরের পরপর কিছু একটা অশান্তি তৈরি করে। ফলে কোনও লোক (উন্নয়নমূলক কাজ) করতে চায় না। তা সত্ত্বেও আমরা নতুন দার্জিলিঙের কথা ভাবছি। নতুন দার্জিলিং তৈরি করার কথা ভাবছি।’
আরও পড়ুন-নিশীথের কনভয়ে হামলার ঘটনা: সিবিআই তদন্তের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টের
মমতা এদিন আরও বলেন, ‘দার্জিলিঙে এখন থাকার জায়গা নেই।’ সঙ্গে তিনি যোগ করেন, ‘সেই পরিস্থিতিতে চা-বাগানের ১৫ শতাংশ জমিতে হোটেল বা রিসর্ট করার অনুমতি দেওয়া হয়েছে। তাহলে অনেক মানুষ থাকতে পারবেন। স্থানীয় লোকেরা কাজ পাবেন।’