সংবাদাদাতা, পূর্ব বর্ধমান : কখনও খরা, কখনও নাগাড়ে বৃষ্টি। আবহাওয়ার এই খামখেয়ালিপনার প্রভাব পড়েছে এবার পদ্মচাষে। ফলে তুলনামূলকভাবে এবার পদ্মফুল কম ফোটায় দুর্গাপুজোয় পদ্মফুলে টান পরার সম্ভাবনা দেখা দিয়েছে। পুজোয় পদ্মফুল জোগান দিয়ে তাই ভাল আয় হয় পদ্মচাষিদের। পূর্ব বর্ধমান জেলায় পদ্মচাষ করে জীবনধারণ করেন কয়েকশো চাষি।
আরও পড়ুন-পুজোয় বাইক-দৌরাত্ম্য বন্ধে কড়া সুতির পুলিশ
এবছর সময়মতো পর্যাপ্ত পরিমাণ ফুল না ফোটায় মাথায় হাত পদ্মচাষিদের। জেলার আউসগ্রাম এবং বর্ধমান ১ ব্লকের বিস্তীর্ণ এলাকায় পদ্মচাষ করেন যে সব চাষি তাঁদের নিজেদের পুকুর না থাকায় মোটা টাকা ধার করে পুকুর লিজ নিয়ে পদ্মচাষ করেন। কিন্তু পর্যাপ্ত ফুল না ফোটায় ঋণের টাকা কীভাবে শোধ করবেন তা ভেবে পাচ্ছেন না। পুজোয় পদ্মের জোগান নিয়েও তাই আশঙ্কা দেখা দিয়েছে।