পুজোয় বাইক-দৌরাত্ম্য বন্ধে কড়া সুতির পুলিশ

প্রতি বছর জঙ্গিপুর বুকে পুজোর সময় রাস্তাঘাটে অটো, টোটো বাইকবাজদের দাপট চোখে পড়ে সবার। সেই দাপট ঠেকাতে নাজেহাল হয় পুলিশ।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : প্রতি বছর জঙ্গিপুর বুকে পুজোর সময় রাস্তাঘাটে অটো, টোটো বাইকবাজদের দাপট চোখে পড়ে সবার। সেই দাপট ঠেকাতে নাজেহাল হয় পুলিশ। বিশেষত বাইকবাজদের সংখ্যা এত বেশি থাকে যে কিছু করে উঠতে পারেন না কর্তব্যরত পুলিশকর্মীরা। হেলমেট পরলে চুলের স্টাইল নষ্ট হবে এই অজুহাত, এক বাইকে ৩-৪ জন, পুজোর দিনগুলিতে নিয়ম না মানার এই অলিখিত নিয়ম কড়া হাতে রুখবে সুতি থানার পুলিশ আধিকারিক থেকে আহিরণ আউটপোস্টের আধিকারিক অরিন্দম সেন ও তাঁর সহকর্মীরা।

আরও পড়ুন-তরুণদের পাশে তৃণমূলের প্রবীণরা

পুজোয় যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে প্রথম থেকেই সচেতন জঙ্গিপুরের আইনরক্ষকরা। পুজোয় জঙ্গিপুর ও জাতীয় সড়কের বুকে বাইকবাজদের দাপট ঠেকাতে ও আইনের অনুশাসনে বাঁধতে কড়া হল সুতি থানার পুলিশ। হেলমেটবিহীন বাইক আরোহী, ট্রিপল রাইডিং, সিগনাল লঙ্ঘন-সহ দল বেঁধে বাইক নিয়ে দাপাদাপি করতে দেখলেই জরিমানা নিশ্চিত। চতুর্থী থেকেই বেপরোয়া বাইক রুখতে অভিযানে নেমে পড়েছে সুতি পুলিশের ট্রাফিক বিভাগ।

Latest article