Aparna Sen: বাংলায় BSF-এর এক্তিয়ার বৃদ্ধি নিয়ে এবার সরব অপর্ণা সেন

Must read

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ভৌগোলিকভাবে বাংলা, অসম ও পাঞ্জাবে বিএসএফের (BSF) কাজের এক্তিয়ার বা ক্ষমতা বাড়ানোর নির্দেশিকা জারি করেছে। এই ধরণের একতরফা সিদ্ধান্তে দেশজুড়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC) কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে এর আগেই আগেই সোচ্চার হয়েছে। এবার এই নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন (Aparna Sen)।

আরও পড়ুন-Eden Garden: ভারত-নিউজিল্যান্ড ম্যাচে ইডেনে “বুর্জ খলিফা”র ছোঁয়া

সোমবার কলকাতা প্রেস ক্লাবে এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকা অন্যান্য বিদ্বজনও প্রতিবাদে মুখর হয়েছেন।

বিএসএফের ক্ষমতা বৃদ্ধি নিয়ে অপর্ণা সেনের কথায়, “মিলিটারিদের যতটা ক্ষমতা দেওয়ার কথা, তার থেকেও বেশি দেওয়া হচ্ছে”। ছিটমহলের বাসিন্দাদের কথা ভাবলেই শিউরে ওঠতে হয়। এমনিতেই তাঁদের অবস্থা শোচনীয়, তার উপরে বিএসএফের ক্ষমতা বাড়লে আরও দুর্বিষহ হবে তাঁদের জীবনযাপন।” এরপরই অপর্ণা সেন রাজ্য সরকারকে অনুরোধ করে বলেন, সীমান্তে বসবাস করা মানুষগুলোর কথা যেন একটু ভাবা হয়। তাঁরা যেন নিজেদের মতো করে ব্যবসা-বাণিজ্য, চাষাবাদ করতে পারেন।

আরও পড়ুন-সাম্প্রদায়িক সম্প্রীতি ও দেশবন্ধু

অক্টোবর মাসে হঠাৎ রাজ্যগুলির সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক নির্দেশিকায় বাংলা, অসম ও পাঞ্জাবে বিএসএফের ক্ষমতা বাড়ানো হয়। বিএসএফ অফিসাররা এতদিন আন্তর্জাতিক সীমান্ত থেকে দেশের অভ্যন্তরে ১৫ কিলোমিটার পর্যন্ত তদন্ত, গ্রেফতার, বাজেয়াপ্ত এবং তল্লাশি করতে পারত । এবার তা বাড়িয়ে ৫০ কিমি ভিতরে ঢুকে তাঁরা এই কাজ করতে পারবেন।

Latest article