Eden Garden: ভারত-নিউজিল্যান্ড ম্যাচে ইডেনে “বুর্জ খলিফা”র ছোঁয়া

করোনা আবহে প্রভাব পড়েছিল বাইশ গজের লড়াইতেও। গত কয়েক মাসে কিছুটা হলেও ছন্দে ফিরেছে ক্রিকেট।

Must read

করোনা আবহে প্রভাব পড়েছিল বাইশ গজের লড়াইতেও। গত কয়েক মাসে কিছুটা হলেও ছন্দে ফিরেছে ক্রিকেট। দু’বছর পর ইডেনে (Eden Garden) ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট (International Cricket)। এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে আয়োজনে কোনওরকম খামতি রাখছে না বাংলা ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সিএবি (CAB).

আরও পড়ুন-সাম্প্রদায়িক সম্প্রীতি ও দেশবন্ধু

আগামী ২১ নভেম্বর রবিবারের ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) ম্যাচ দিয়ে ইডেনে (Eden Gardens) আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তন হবে। সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। এই ম্যাচেই আবার দেখা যাবে ভারতের নতুন কোচ এবং অধিনায়ক ইডেনে এদিন উপস্থিত থাকবেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। অধিনায়ক হিসেবে দেখা যাবে রোহিত শর্মাকে। গ্যালারিতে হাজির থাকবেন দর্শকরাও। সত্তর শতাংশ দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হবে।

আরও পড়ুন-গোলাপ দিয়ে স্বাগত

উৎসবের মরশুমে ইডেনে প্রত্যাবর্তনের এই ম্যাচকে ঐতিহাসিক করে রাখতে অভিনব আলোকসজ্জার ব্যবস্থা করছে। সিএবি সূত্রে খবর, ক্লাবহাউস-সহ চারটে ব্লকের বাইরে বসবে ‘’গোগো’’ লাইট। যেখান থেকে বিচ্ছুরিত হবে লেজার বিম। সিএবি কর্তাদের দাবি, ভারতে এই প্রথম কোনও ম্যাচে এমন অভিনব আলোক সজ্জা। ক্রিকেটকে কেন্দ্র করে যাকে আলোর উৎসবও বলা যেতে পারে।

জানা গিয়েছে, চলতি বছর দুর্গাপুজোয় (Durga Puja 2021) গোটা রাজ্যের নজর কেড়েছিল শ্রীভূমির ‘বুর্জ খলিফা’র (Burj Khalifa). যেখানে মায়াবী আলোক সজ্জার উপরই মণ্ডপের দাঁড়িয়েছিল মণ্ডপের নিদারুণ সৌন্দর্য। সেই মণ্ডপের আলোক সজ্জায় যে সংস্থা ছিল, ভারত-নিউজিল্যান্ড হাইভোল্টেজ ম্যাচে সিএবি তাদের দিয়েই সাজিয়ে তুলছে ইডেনকে।

Latest article