এবার নোবেলজয়ীর বাবাকে আক্রমণ

Must read

প্রতিবেদন : অমর্ত্য সেনের (Amartya Sen) জমি মামলার বিতর্ক মিটল না বুধবারও। আইনজীবীরা সওয়াল-জবাব করতে গিয়ে কার্যত নোংরা ভাষায় আক্রমণ করলেন নোবেলজয়ীর বাবা আশুতোষ সেনকে। বিশ্বভারতীর আইনজীবীর দাবি, অমর্ত্য সেনের বাবা প্রয়াত আশুতোষ সেন (Asutosh Sen) ছিলেন আসলে দখলদার। কেন? আইনজীবীর ভাষায়, বিশ্বভারতী তাঁকে ৯৯ বছরের জন্য ১.২৫ একর জমি লিজ দিয়েছিলেন। আশুতোষ সেন চালাকি করে ১.৩৮ একর লেখান। অর্থাৎ ১৩ শতক জমি অতিরিক্ত দখল করেছেন। অমর্ত্য সেনের আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তী স্পষ্ট জানান, অমর্ত্য সেনের (Amartya Sen) বাবার নামে যে জমি রেকর্ড করে রাখা আছে সেটা অমর্ত্য সেনের নামে করে দিলেই সমস্যা মেটে। একই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) শান্তিনিকেতনে এসে করে গিয়েছিলেন এবং সরকারি নথিও তুলে দিয়ে গিয়েছিলেন। যা পরে প্রশাসনিক কর্তারা সিল-সহ অমর্ত্য সেনের হাতে তুলে দেন। জেলা প্রশাসন তাহলে কিসের ভিত্তিতে, কাদের চাপে মিউটেশন করার ক্ষেত্রে আটকে যাচ্ছে? বিতর্ক করতে গিয়ে বিশ্বভারতীর আইনজীবী যে ভাষায় অমর্ত্য সেনের বাবাকে আক্রমণ করেছেন তা লজ্জাজনকই শুধু নয়, শান্তিনিকেতনের রবীন্দ্রানুরাগীরাও ক্ষোভ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎহীন এলাকা, সমস্যা মেটাতে ফোন ‘এক ডাকে অভিষেক’-এ, মিলল সমাধান

Latest article