এবার সার্চ কমিটিতে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি বিল আসছে আজ

মেয়াদ শেষ হওয়ার আগেই এবার সেটি বিল আকারে আনা হচ্ছে। আগামী কাল শুক্রবার দ্য ওয়েস্টবেঙ্গল ল’স (সংশোধনী) বিল, ২০২৩ আসছে রাজ্য বিধানসভায়

Must read

প্রতিবেদন : আগেই উপাচার্য নিয়োগের সার্চ কমিটি পুনর্গঠনের জন্য অর্ডিন্যান্স জারি করেছিল রাজ্য সরকার। তার মেয়াদ শেষ হওয়ার আগেই এবার সেটি বিল আকারে আনা হচ্ছে। আগামী কাল শুক্রবার দ্য ওয়েস্টবেঙ্গল ল’স (সংশোধনী) বিল, ২০২৩ আসছে রাজ্য বিধানসভায়।

আরও পড়ুন-শুরু হল ডুরান্ড কাপ, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, রাজ্যপালের সঙ্গে পরামর্শ করে বিলটি আনা হচ্ছে। একইসঙ্গে সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী যা করণীয় তা সবটা করা হয়েছে। এই বিলটির একটি বিশেষ দিক হল, সার্চ কমিটিতে এই প্রথম মুখ্যমন্ত্রীর প্রতিনিধি থাকবেন। এ ছাড়া আরও যাঁরা এই কমিটিতে থাকবেন, তাঁরা হলেন— ১. আচার্যের প্রতিনিধি, ২. স্কুলশিক্ষা দফতরের চেয়ারম্যানের প্রতিনিধি, ৩. ইউজিসির প্রতিনিধি, ৪. রাজ্য সরকারের প্রতিনিধি। বুধবার বিধানসভায় বিলটি ‘লে’ করেন শিক্ষামন্ত্রী। আগামী কাল শুক্রবার বিলটি নিয়ে বিধানসভায় আলোচনা হবে। ইউজিসির নির্দেশ মেনে উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে ইউজিসির প্রতিনিধি রাখা হয়েছে। এই বিলটি নিয়ে রাজভবনের সঙ্গে একটা সময় টানাপোড়েন চলেছিল। এখন দেখার বিষয়, মুখ্যমন্ত্রী তাঁর প্রতিনিধি (নমিনি) হিসেবে কাকে এবার রাখছেন তা নিয়ে আগ্রহ রয়েছে সকলের।

Latest article