তিন স্পিনারে নামছে বাংলা

খাতায় কলমে এই দল মনোজদের কাছে সহজ প্রতিপক্ষ। তবুও পাঁচ ম্যাচে মাত্র ১২ পয়েন্ট পাওয়া বাংলার নক আউটে যাওয়ার স্বপ্ন আলোকবর্ষ দূরে

Must read

প্রতিবেদন : বাংলার ঘরে অনন্ত চাপ, ইংরেজিতে যাকে বলে প্রেসারকুকার সিচুয়েশন। তার মধ্যে থেকেই শুক্রবার তিরুবনন্তপুরমে সঞ্জু স্যামসনের কেরলের বিরুদ্ধে নামছেন মনোজ তিওয়ারিরা। কেরল যদিও চলতি রঞ্জিতে জয়ের দেখা পায়নি। খাতায় কলমে এই দল মনোজদের কাছে সহজ প্রতিপক্ষ। তবুও পাঁচ ম্যাচে মাত্র ১২ পয়েন্ট পাওয়া বাংলার নক আউটে যাওয়ার স্বপ্ন আলোকবর্ষ দূরে!

আরও পড়ুন-বিক্ষোভের ভয়ে দিল্লি-সীমান্ত সিল

কলকাতায় মুম্বই ম্যাচে হার একধাক্কায় বাংলাকে এলিট গ্রুপ বি’র নিচের দিকে নামিয়ে দিয়েছে। সমসংখ্যক ম্যাচ খেলে ২৭ পয়েন্ট নিয়ে যে গ্রুপের শীর্ষে এখন মুম্বই। ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ। বাংলা রয়েছে পাঁচে। তাই কেরলের বিরুদ্ধে বোনাস-সহ সাত পয়েন্ট পেতে মরিয়া থাকবে বাংলা। দলে মুকেশ কুমার ছাড়া বাকি তিন তারকা ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ, আকাশ দীপ এবং শাহবাজ আহমেদ ফিরে এসেছেন। সৌরভ পাল ও শ্রেয়াংশ ঘোষের ওপেনিং জুটিতে বদল এনে কেরল ম্যাচে ঈশ্বরণের সঙ্গে সম্ভবত ওপেন করতে নামবেন শাকির হাবিব গান্ধী। শচীন বেবি, শ্রেয়স গোপালরা বাংলাকে ঘূর্ণি পিচে আহ্বান জানাবেন। দুরন্ত ফর্মে থাকা সুরজ সিন্ধু জয়সওয়ালের সঙ্গে পেস বিভাগে আসবেন আকাশ দীপ। শাহবাজ, করণ লালের সঙ্গে তিন নম্বর স্পিনার হতে পারেন অঙ্কিত মিশ্র বা প্রদীপ্ত প্রামাণিকের মধ্যে একজন। সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী ফোনে জানালেন, তিরুবনন্তপুরমে পিচ শুকনো, বল ঘুরবে। তাই তিন স্পিনারে নামবে বাংলা। ইডেনে আগের ম্যাচে প্রদীপ্ত খেলেননি। এই ম্যাচেও অঙ্কিতের খেলার সম্ভবনাই বেশি। অনুশীলনের সময় নিয়ে স্থানীয় সংস্থার সঙ্গে বঙ্গ শিবিরের যে সমস্যা দেখা গিয়েছিল তা মিটে গিয়েছে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার নির্ধারিত সময় অনুয়ায়ী সকালেই প্র্যাকটিস সেরেছে বাংলা দল।

Latest article