ভিনরাজ্যের বাসিন্দাদের উপরে আরও ভয়াবহ হামলার হুমকি দিল জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা (Lashkar-e-Taiba)। একটি ওয়েবসাইটে সরাসরি এই হুমকি দিয়েছে জঙ্গিরা। এদিনই কাশ্মীরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে মহম্মদ আলি হুসেন নামে এক পাক জঙ্গিকে খতম করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আধুনিক আগ্নেয়াস্ত্র। পুলিশ জানিয়েছে, সীমান্তের কাছে ড্রোন মারফত এইসব অস্ত্র জঙ্গিদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। পাকিস্তানের সেনাও এই অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত বলে গোয়েন্দাদের ধারণা। মৃত জঙ্গির কাছ থেকে উদ্ধার হওয়া প্রাণঘাতী অস্ত্র সাধারণত পাক সেনা ব্যবহার করে। পাক জঙ্গিরা (Lashkar-e-Taiba) এইসব অস্ত্রশস্ত্র ভূস্বর্গে পাক মদতপুষ্ট জঙ্গিদের কাছে পাচার করেছিল। এইসব অস্ত্রের বেশিরভাগই চিনে তৈরি। উপত্যকায় নাশকতা চালাতেই এইসব অস্ত্র পাঠানো হয়েছিল।