প্রতিবেদন : চলতি মরশুমটা দারুণ কাটছে মোহনবাগানের। ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর, টানা চার ম্যাচ জিতে আইএসএলের শীর্ষে সবুজ-মেরুন। এই পরিস্থিতিতে মঙ্গলবার ঢাকায় এএফসি কাপের খেলতে মাঠে নামছেন দিমিত্রি পেত্রাতোসরা। প্রতিপক্ষ বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্লাব বসুন্ধরা কিংস। অ্যাওয়ে ম্যাচ খেলতে রবিবার বিকেলেই ঢাকায় পৌঁছে গিয়েছে মোহনবাগান।
আরও পড়ুন-ভরা মাঠে জাতীয় সঙ্গীত গায়ে কাঁটা দেয় : বিরাট
৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে এএফসি কাপের গ্রুপ ‘ডি’-র শীর্ষে রয়েছে মোহনবাগান। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বসুন্ধরা। বাংলাদেশের ক্লাবের বিরুদ্ধে ভুবনেশ্বরে আয়োজিত হোম ম্যাচে ২-২ ড্র করেছিলেন দিমিত্রিরা। এবার বিপক্ষের মাঠে খেলা হলেও, এই ম্যাচ থেকে তিন পয়েন্ট ঘরে তুলতে মরিয়া কোচ জুয়ান ফেরান্দো। কারণ তাহলে পরের রাউন্ডে ওঠার পথটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে।
ফেরান্দোর জন্য সুখবর, চোট সারিয়ে ফিট দলের দুই তারকা বিদেশি হুগো বুমোস এবং জেসন কামিন্স। প্লে-মেকার বুমোস বা অস্ট্রেলিয়ার হয়ে কাতার বিশ্বকাপে খেলা কামিন্স আইএসএলের শেষ ম্যাচ খেলতে পারেননি। দু’জনেই তাই মাঠে নামার জন্য ছটফট করছেন। এএফসি কাপের নিয়ম অনুযায়ী, ছয় বিদেশি খেলানো যাবে।
আরও পড়ুন-‘বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে পড়েছে বলে শুভেন্দুর সাত খুন মাফ?’ ক্ষোভ তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্বের
ফলে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে মোহনবাগান। অন্যদিকে, ঘরের মাঠে তিন পয়েন্ট পেতে মরিয়া বসুন্ধরাও। বাংলাদেশি ক্লাবের প্রধান অস্ত্র ব্রাজিলীয় অ্যাটাকিং মিডফিল্ডার রবিনহো। মাঝমাঠ থেকে দলের যাবতীয় আক্রমণ শুরু হয় তাঁর পা থেকেই। পাশাপাশি আরেক ব্রাজিলীয় ডরিয়েল্টনও নিয়মিত গোল করছেন।