এশিয়ান হকিতে বাজিমাত মেয়েদের

মেয়েদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত। তাও আবার গতবারের চ্যাম্পিয়ন জাপানকে ৪-০ গোলে হারিয়ে!

Must read

রাঁচি, ৬ নভেম্বর : মেয়েদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত। তাও আবার গতবারের চ্যাম্পিয়ন জাপানকে ৪-০ গোলে হারিয়ে! রাঁচিতে আয়োজিত টুর্নামেন্টে শুরু থেকেই ছন্দে ছিলেন ভারতের মেয়েরা। ফাইনালেও একচেটিয়া দাপট বজায় ছিল। খেলার ১৭ মিনিটে সঙ্গীতা কুমারীর গোলে এগিয়ে যায় ভারত। তবে পরের তিনটি গোলের জন্য চতুর্থ কোয়ার্টার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ভারতীয় মেয়েদের। ৪৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেহা গোয়েল। ৫৭ মিনিটে ৩-০ করেন লালরেমসিয়ামি।

আরও পড়ুন-বসুন্ধরা ম্যাচে তিন পয়েন্টে চোখ বাগানের

তিন মিনিট পরেই দলের চতুর্থ গোলটি করে জাপানের কফিনে শেষ পেরেক পুঁতে দেন বন্দনা কাটারিয়া। প্রসঙ্গত, এই নিয়ে দ্বিতীয়বার এশিয়ান চ্যাম্পিয়ন্স খেতাব জিতলেন ভারতীয় মেয়েরা। এর আগে ২০১৬ সালে প্রথমবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তাছাড়া ২০২২ সালের ডিসেম্বরের পর ভারতীয় মহিলা হকি দলের এটি প্রথম খেতাব জয়।

Latest article