জেলার তিন পুজো পেল সেফ ড্রাইভ সেভ লাইভ পুরস্কার

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : জেলার তিনটি দুর্গাপুজো কমিটিকে ‘সেফ ড্রাইভ সেভ লাইভ’ (Safe Drive Save Live) বিচারে পুরস্কৃত করল জেলা পুলিশ। শনিবার পুলিশ লাইনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনটি পুজো কমিটি’র প্রতিনিধিদের ট্রফি, ২৫ হাজার টাকার চেক ও মিষ্টি তুলে দিলেন জেলা পুলিশের অফিসাররা। ছিলেন জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবহালে, জলপাইগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন, সদর ট্র্যাফিক (ডিএসপি) অরিন্দম পাল চৌধুরি, ডিআইবি (ডিএসপি) মানবেন্দ্র দাস, ক্রাইম (ডিএসপি) বিক্রমজিৎ লামা। পুজো কমিটিগুলি হল ময়নাগুড়ি ব্লকের টেকাটুলির কালীরহাট মোড়ের হরিমন্দির সর্বজনীন দুর্গাপুজো কমিটি, জলপাইগুড়ি মহুরিপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি ও রাজগঞ্জের পাতিলাভাষা কদমতলা সর্বজনীন দুর্গাপুজো কমিটি। প্রত্যেক পুজো কমিটি দুর্গাপুজোর মণ্ডপে সেফ ড্রাইভ সেভ লাইভ (Safe Drive Save Live) নিয়ে অভিনবভাবে সচেতনতা প্রচার করেছিল। জেলা পুলিশের প্রতিনিধিরা প্রত্যেক পুজো মণ্ডপে সরজমিনে পরিদর্শন করেন। এরপরেই তিনটি ব্লকের তিনটি পুজো কমিটিকে পুরস্কৃত করা হল। জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবহালে বলেন, তিনটি বিভাগের তিনটি পুজো কমিটিকে পুরস্কৃত করা হল।

আরও পড়ুন- দেওয়া হবে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, মুখ্যমন্ত্রীর নির্দেশে পৌঁছল প্রতিনিধি দল

Latest article