অনির্বাণ কর্মকার, দুর্গাপুর: শীত আসার আগেই তাঁরা চলে এসেছেন সুদূর তিব্বত থেকে। নানা ধরনের শীতবস্ত্র নিয়ে, শহর দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে। গত এক দশকের বেশি সময় ধরে তাঁরা শীত আসার আগে দুর্গাপুরে চলে আসেন। এ বছর আবহাওয়ার খামখেয়ালিপনায় ব্যবসায় মন্দার শঙ্কা করছেন তাঁরা। তিব্বত থেকে আসা ব্যবসায়ীরা বলছেন, ডিসেম্বর শুরু হয়ে গেলেও এখনও সেই অর্থে জাঁকিয়ে পড়েনি শীত। ফলে শীতবস্ত্র কিনতে মানুষের ভিড়ও দেখা যাচ্ছে না সিটি সেন্টারের এই শীতবস্ত্রের মেলায়। তাই ব্যবসা জমে ওঠেনি। তবে তাঁরা আশাবাদী, আবহাওয়ার এই খামখেয়ালিপনা কেটে গেলেই জোরদার শীত পড়বে। আর জমে উঠবে বিকিকিনি।
আরও পড়ুন-কালনার প্রাথমিক স্কুলে চালু হল ডিজিটাল হাজিরা
গত ১২ বছর ধরে দুর্গাপুরে আয়োজন করা হচ্ছে শীতবস্ত্র মেলার। সহযোগিতায় দুর্গাপুর পুরসভা। তিব্বত বা হিমাচল থেকে বহু টাকা খরচ করে এই বিপুল সংখ্যক শীতবস্ত্রের কালেকশন নিয়ে হাজির হন শহরে। ফলে ব্যবসা না জমলে তাঁদের লোকসানের সম্মুখীন হতে হবে। তাই তাঁরা প্রার্থনা করছেন, জমিয়ে পড়ুক শীত। ওঁরা জানিয়েছেন, নানা বয়সিদের জন্য নতুন ধরনের শীতবস্ত্র এনেছেন। এলে কাউকে খালি হাতে নিরাশ হয়ে ফিরতে হবে না।