প্রতিবেদন : টানা আটটি ডার্বি জয়ের উচ্ছ্বাস ভুলে শনিবার যুবভারতীতে ঘরের মাঠে আইএসএলের প্লে-অফ খেলতে নামছে মোহনবাগান। প্রতিপক্ষ ওড়িশা এফসি-কে প্রচণ্ড সমীহ করছে সবুজ-মেরুন শিবির। লিগের নতুন ফরম্যাট অনুযায়ী এবার প্লে-অফ জিতলেই সেমিফাইনালে খেলার ছাড়পত্র মিলবে। তাই ওড়িশা ম্যাচকে ফাইনাল ধরেই তৈরি হচ্ছে জুয়ান ফেরান্দোর দল।
আরও পড়ুন-মাধ্যমিক পরীক্ষার্থীর পাশে মানবিক তৃণমূল নেতা
লিগ পর্বে দু’টি ম্যাচের একটিতেও মোহনবাগানকে হারাতে পারেনি ওড়িশা। তা সত্ত্বেও ম্যাচটিকে হালকাভাবে নিতে নারাজ মেরিনার্সরা। ডার্বির সেরা ফুটবলার সার্বিয়ান ডিফেন্ডার স্লাভকো দামজানোভিচ বলেছেন, ‘‘ডার্বির মতোই ডু অর ডাই ম্যাচ ওড়িশার বিরুদ্ধে। আমাদের পুরো দল এখন ওই ম্যাচ জেতার জন্য প্রস্তুত হচ্ছি। আমার পরিবারের সবাই ডার্বি ম্যাচ দেখে খুশি। কিন্তু আমি ওদের বলেছি, ডার্বির থেকেও ওড়িশা ম্যাচ গুরুত্বপূর্ণ। এই ম্যাচ না জিতলে ডার্বি জয়ের আনন্দ মাটি হয়ে যাবে।’’
আরও পড়ুন-অব্যাহত প্রতিহিংসার নীতি
দলের আক্রমণভাগের বড় ভরসা হুগো বুমোস বলেছেন, ‘‘ম্যাচ টাইব্রেকারে নিয়ে যাওয়া যাবে না। প্লে-অফ মানেই ফাইনাল। সেটা মাথায় রাখতে হবে। আমাকে কোচ কী দায়িত্ব দেন দেখি। জয়ের ব্যাপারে আমি একশোভাগ আশাবাদী।’’
পারিবারিক কারণে ব্রেন্ডন হ্যামিল দেশে ফিরেছেন। তাই প্রীতম কোটালের সঙ্গে স্টপারে খেলবেন ডার্বির সেরা স্লাভকোই। গ্লেন মার্টিন্স চোট পাওয়ায় বিকল্প হিসেবে কার্ল ম্যাকহিউকে ডিফেন্সিভ ব্লকার হিসেবে ব্যবহার করতে পারেন জুয়ান। নক আউট ম্যাচ মাথায় রেখে বৃহস্পতিবার অনেক পেনাল্টি মারা প্র্যাকটিস করলেন মনবীর সিং, দিমিত্রি পেত্রাতোসরা।