প্রতিবেদন : শুক্রবার থেকে চা-শ্রমিকদের পিএফ সমস্যা সমাধান-সহ একাধিক দাবি নিয়ে আলিপুরদুয়ার, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার সাংসদ ও বিধায়কের বাড়ির সামনে ধরনা-বিক্ষোভ আন্দোলন শুরু করেছে তৃণমূল (TMC- Agitation)। কিন্তু মানবিক কারণে দু’জায়গায় আন্দোলন শনিবারের জন্য স্থগিত রাখল তৃণমূল কংগ্রেস। শুক্রবার থেকে জেলার সাংসদ ও পাঁচ বিধায়কের বাড়ির সামনে মঞ্চ বেঁধে লাগাতার অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। আজ দ্বিতীয় দিন। ফালাকাটা, মাদারিহাট, কালচিনিতে বিজেপি বিধায়কের বাড়ির সামনে সেই আন্দোলন (TMC- Agitation) চালু থাকলেও, আলিপুরদুয়ারে আজকের মতো তা স্থগিত করে দেয় তৃণমূল। কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজকুমার ওরাওঁয়ের বাড়ি বারবিশার শিক্ষকপল্লিতে এক যুবকের মৃত্যু হওয়ায় সকালে আন্দোলন শুরু করলেও, মৃতদেহ বাড়িতে আনার সঙ্গে সঙ্গে আন্দোলন স্থগিত হয়। আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালের প্রতিবেশী এক ব্যবসায়ীর মৃত্যুতেও একই সিদ্ধান্ত নেয় তৃণমূল। আগামিকাল থেকে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আন্দোলন চলবে বলে জানিয়েছেন জেলা আইএনটিটিইউসির সভাপতি বিনোদ মিঞ্জ। বিজেপি সাংসদ রাজু বিস্তের আবাসনের সামনে ও বিজেপি বিধায়ক আনন্দময় বর্মনের বাড়ির সামনে বিক্ষোভ দেখান আইএনটিটিইউসির দার্জিলিং জেলা সভাপতি নির্জল দে। ছিলেন সৌম্য মজুমদার, প্রবীর দত্ত, প্রদীপ মজুমদার প্রমুখ।
আরও পড়ুন-গোর্খাল্যান্ড নয়, রাজ্যকে নিয়েই উন্নয়ন চান অনীত