আবাসে কেন্দ্রের বিরুদ্ধে তোপ তৃণমূলের

Must read

সংবাদদাতা, কাটোয়া : আবাস যোজনা প্রকল্প নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হল তৃণমূল (PM Awas Yojana- TMC)। পূর্বস্থলী ১ ব্লক কার্যালয়ের সামনে প্রতিবাদসভায় নেতৃত্ব দেন মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, ‘আবাস যোজনা প্রকল্প নিয়ে গরিবদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে কেন্দ্র। মুখে বলছে, গরিব মানুষকে বাড়ি দেওয়ার জন্য এই প্রকল্প, তাহলে হাজার হাজার উপভোক্তার নাম কাটছে কেন? আসলে সিপিএম, বিজেপি কোনও ইস্যু না পেয়ে অপপ্রচার করছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্প নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন।’ পূর্ব বর্ধমান জেলা জুড়ে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে ঝাঁপাতে চায় তৃণমূল। আবাস যোজনা প্রকল্পে নাম তোলার দাবিতে তৃণমূল আয়োজিত এই অবস্থান বিক্ষোভে শামিল হন কয়েক হাজার মানুষ। সভায় মহিলাদের উপস্থিতি ছিল নজরকাড়া। উল্লেখ্য, আবাস যোজনা প্রকল্পের নিয়ম অনুযায়ী বরাদ্দ অর্থের ৬০ শতাংশ দেয় কেন্দ্র, বাকি ৪০ শতাংশ রাজ্য। পূর্বস্থলী ১ ব্লকে আবাস যোজনা (PM Awas Yojana- TMC) প্রকল্পে ১০,৪১৯ জনের নাম নথিভুক্ত হয়। পোর্টাল থেকে সেই তালিকার ৫,৮৩০ জনের নামই হাওয়া হয়ে গিয়েছে। এমনকি তালিকায় থাকা ২,৭৪২ জনের মধ্যে অর্থ বরাদ্দ হয়েছে ৬০৬ জনের। বাদ যাওয়া নামগুলি ফের অন্তর্ভুক্ত করার আবেদন জানানো সত্ত্বেও কেন্দ্র উদ্যোগ না নেওয়ায় এই বিক্ষোভ সমাবেশ। স্থানীয় তৃণমূল নেতা দিলীপ মল্লিক, রাজকুমার পাণ্ডেদের ক্ষোভ, ‘আবাস যোজনায় নাম নথিভুক্তির যে ১৫টি নিয়ম কেন্দ্র সরকার চালু করেছে, তাতে বহু গরিব ঘর পাবেন না।’

আরও পড়ুন-খনি কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ

Latest article