কলকাতা শহরে পঞ্চায়েত ভোট (Panchayat Election- TMC) নেই। তাতে কী হয়েছে? বৃহস্পতিবার সকাল থেকে কলকাতাতেই শুরু হচ্ছে প্রচার। তৃণমূল সূত্রের বক্তব্য, শিয়ালদহ এবং হাওড়া স্টেশন দিয়ে লক্ষ লক্ষ মানুষ কলকাতায় আসেন, ডেইলি প্যাসেঞ্জারি করেন কর্মসূত্রে, তাঁরা বিপুল সংখ্যায় পঞ্চায়েতের ভোটার। সেই কারণে মূলত শিয়ালদহ এবং হাওড়া স্টেশনের কাছে তিনদিন করে সভা হবে। শিয়ালদহে বৃহস্পতিবার সকাল আটটা থেকে দশটা প্রচার হবে— তারপর সন্ধ্যা ছ’টা থেকে ন’টা। মূলত ২৮ এবং ৩৬ নম্বর ওয়ার্ডের পুরপিতারা আয়োজন করছেন। অয়ন চক্রবর্তী বলেন, সকালে ‘জাগো বাংলা’ হাতে নিয়ে প্রচার চলবে, লিফলেট থাকবে, সভাও হবে। থাকবেন কুণাল ঘোষ, বিধায়ক সোহম চক্রবর্তী, ঋজু দত্ত প্রমুখ। সন্ধ্যার সভায় থাকবেন ডাঃ শশী পাঁজা, মদন মিত্র প্রমুখ। শচীন বলেন, যত ভোট এগিয়ে আসবে সাজিয়ে তোলা হবে স্টেশন-চত্বর। শিয়ালদহের পরের দুটি সভা জুলাইয়ের শুরুতে। সহযোগিতা করছেন জীবন সাহা। হাওড়ার স্টেশনে সভাগুলির দায়িত্ব মন্ত্রী অরূপ রায়ের। তিনি কোমর বেঁধে নেমে পড়েছেন। দিন ঘোষণা হবে শিগগিরই। ফলে বৃহস্পতিবার থেকে কলকাতাতেও দেখা যাবে পঞ্চায়েত ভোটের (Panchayat Election- TMC) প্রচার। এদিকে কাল থেকেই জেলায় জেলায় প্রচার শুরু হয়ে যাচ্ছে। দলের নির্দেশে নেতৃত্ব পৌঁছে যাবেন। ঝড় উঠবে প্রচারে। যে প্রচারের ঝাঁজে ধরাশায়ী হতে চলেছে বিরোধী শিবির।
আরও পড়ুন- লস্কর জঙ্গি সাজিদ মিরকে নিষিদ্ধ করার প্রস্তাব খারিজ চিনের