‘কি বিচিত্র এই সিপিএম!’ কেরালার মুখ্যমন্ত্রীকে নিশানা দেবাংশুর

পিনারাই বিজয়ন বলেছিলেন যে কংগ্রেসের মনোভাব যে তারা মধ্যপ্রদেশে বিজেপির বিরুদ্ধে একা জিততে পারে আর তাদের এই চিন্তাধারা তাদের পরাজয়ের দিকে নিয়ে গেছে

Must read

রবিবার বিধানসভা নির্বাচনের (Bidhansabha Election) ফলাফলের পর কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarai Vijayan) কংগ্রেস নেতৃত্ব এবং মধ্যপ্রদেশ কংগ্রেস সভাপতি কমলনাথের সমালোচনা করেছেন। পিনারাই বিজয়ন বলেছিলেন যে কংগ্রেসের মনোভাব যে তারা মধ্যপ্রদেশে বিজেপির বিরুদ্ধে একা জিততে পারে আর তাদের এই চিন্তাধারা তাদের পরাজয়ের দিকে নিয়ে গেছে। তিনি বলেন, কংগ্রেস সমাজবাদী পার্টির সঙ্গে যা করেছে তা কোনো দলই মেনে নেবে না।

আরও পড়ুন-রাজ্য সঙ্গীত দিয়ে উদ্বোধন হয়ে গেল ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উদ্বোধন করলেন সলমন খান

“কংগ্রেসের বোঝা উচিত যে তারা একা বিজেপিকে পরাজিত করতে পারবে না। মাথায় রাখা উচিত যে তাদের সব দলকে একত্রিত করতে হবে এবং যদি সবাই একত্রিত হয়, তাহলেই একমাত্র এটা সম্ভব। এই নির্বাচন থেকে এটাই সবচেয়ে বড় শিক্ষা,” বলেছেন পিনারাই বিজয়ন। তিনি আরও বলেন, “আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিধানসভা নির্বাচনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হিসাবে দেখা হয়েছিল। কংগ্রেস যখন এই রাজ্যগুলিতে বিজেপির মুখোমুখি হচ্ছে, তখন জোটের মধ্যে সর্বাধিক সহযোগিতা থাকা উচিত। কংগ্রেস ভেবেছিল যে তারা শক্তিশালী এবং তারা একাই জিতবে। কিন্তু এটিই তাদের সমস্যায় ফেলেছে।”

আরও পড়ুন-নয়া রেকর্ড সেনসেক্সের! লাভবান হলেন একাধিক সংস্থার বিনিয়োগকারীরা

মুখ্যমন্ত্রী আরও বলেন, “যখন মধ্যপ্রদেশে সাম্প্রদায়িক এজেন্ডা ব্যবহার করা হয়েছিল, এর বিরোধিতা করার পরিবর্তে এবং অবস্থান নেওয়ার পরিবর্তে, কমল নাথ সেই প্রচারে অংশ নেন। তারা কি নির্বাচনের সময় বা তার আগে কখনও সাম্প্রদায়িকতার বিরোধিতা করেছিলেন? পরিবর্তে, কমল নাথ এর মুখপাত্র ছিলেন। ”

আরও পড়ুন-স্কুলস্তরে শিক্ষকের সংখ্যা নিয়ে কুৎসা, বিরোধীদের একযোগে বিঁধলেন শিক্ষামন্ত্রী   

এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিজের এক্স হ্যান্ডেলে এদিন দেবাংশু ভট্টাচার্য লেখেন, ‘কেরালার মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা পিনারাই বিজয়ন দাবী করলেন মধ্যপ্রদেশে কংগ্রেস বিজেপির বি-টিম হিসেবে কাজ করছে। এরা বাংলায় তৃণমূলকে বি টিম বলে, দিল্লিতে আপকে বি টিম বলে আবার মধ্যপ্রদেশে কংগ্রেসকে গালাগাল করে!’

আরও পড়ুন-পরাজয়ের ‘শাস্তি’! ফল প্রকাশের দু’দিনের মধ্যেই রাজ্য সভাপতির পদ থেকে সরতে বলা হল কমলকে

তিনি আরও লেখেন, ‘অথচ কর্ণাটক থেকে রাজস্থান, বাংলা থেকে মধ্যপ্রদেশ, বিজেপি বিরোধী ভোট কাটতে কোথাও নিজেরা প্রার্থী দেয়, কোথাও আবার ধর্মীয় রাজনীতির ধামা ধরে! মশলা বন্ড কেলেঙ্কারি থেকে সোনা পাচার, কেরালার একের পর এক দুর্নীতি থেকে বাঁচতে শেষমেশ বিজেপির চূড়ান্ত দালালি! কি বিচিত্র এই সিপিএম!’

 

Latest article