সৌমেন্দু দে, সিউড়ি : প্রতিশ্রুতি পালন করলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী (Bikash Roy Chowdhury)। গতবছর বিধানসভা নির্বাচনের আগে তিনি কথা দিয়েছিলেন সিউড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাজানো পল্লি এলাকা থেকে জাতীয় সড়ক সংযোগকারী রাস্তাটি পুর নির্বাচনের আগে পাকা করে দেওয়া হবে। রাস্তার কাজ শেষ হওয়ার পরে রবিবার নতুন রাস্তাটি পরিদর্শনে যান বিধায়ক নিজে। রাস্তা নির্মাণের কোথাও কোনও খামতি আছে কি না তা তিনি খতিয়ে দেখেন। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। বিধায়ক বিকাশ রায়চৌধুরী (Bikash Roy Chowdhury) বলেন, প্রায় আশি লক্ষ টাকা দিয়ে নতুন ঢালাই রাস্তা তৈরি করা হয়েছে। এলাকার মানুষের দাবি ছিল দ্রুত ঢালাই রাস্তা করে দিতে হবে। সামান্য বৃষ্টি হলেই এলাকার মানুষের এই রাস্তা দিয়ে চলাচলের অসুবিধা হত। রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ কয়েকটি ওয়ার্ড সহ জাতীয় সড়কে সংযোগ করে এই রাস্তাটি। ১৫ নং ওয়ার্ডের বাসিন্দা দীপক রায় বলেন, আমরা অত্যন্ত খুশি কারণ এলাকার বিধায়ক নির্দিষ্ট সময়ে তাঁর প্রতিশ্রুতি পালন করেছেন।