দেশবেচা নীতি, সংসদে ফাঁস তথ্য

Must read

প্রতিবেদন : মোদি সরকারের দেশবেচা নীতির বিরুদ্ধে ফের প্রশ্নবাণ তৃণমূল কংগ্রেসের৷ সংসদে লিখিত প্রশ্নে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে এ নিয়ে জবাবদিহি চান তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ মালা রায়৷ তাঁর প্রশ্ন, পরবর্তী তিন বছরে কেন্দ্রীয় সরকার কোন কোন ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারীকরণ বা বিলগ্নীকরণের সিদ্ধান্ত নিয়েছে? এই বিলগ্নীকরণ থেকে সরকারের কোষাগারে কত টাকা আসবে?
জবাবে অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভগৎ কৃষ্ণরাও কারাড বলেন, ২০১৬ সাল থেকে এখনও পর্যন্ত ৩৬টি রাষ্ট্রায়ত্ত বা তাদের অধীনস্থ সংস্থায় কৌশলগত বিলগ্নীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সমস্ত সংস্থা বিলগ্নীকরণ করে সরকারের ঘরে কী পরিমাণ অর্থ আসবে সেটা বাজার এবং নিলামে অংশগ্রহণকারীদের দেওয়া দরের উপর নির্ভর করছে। সরকার যেসব ব্যাঙ্ক বা রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নীকরণের সিদ্ধান্ত নিয়েছে তার নামগুলিও জানিয়ে দিয়েছেন অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী কারাড।
মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, যে সমস্ত সংস্থার বিলগ্নীকরণের প্রক্রিয়া চলছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সংস্থা হল ব্রিজ অ্যান্ড রুফ কোম্পানি লিমিটেড, সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেড, শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া, নীলাচল ইস্পাত নিগম লিমিটেড, রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড, পবন হংস লিমিটেড, এয়ার ইন্ডিয়া এবং তার পাঁচটি অধীনস্থ সংস্থা, আইডিবিআই ব্যাঙ্ক প্রভৃতি।

আরও পড়ুন : লাগামছাড়া আলু, কড়া কৃষিমন্ত্রী

যার মধ্যে এয়ার ইন্ডিয়ার বিলগ্নীকরণের প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে। কয়েকটি সংস্থার বিলগ্নীকরণ নিয়ে বিভিন্ন মন্ত্রকে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। যার মধ্যে রয়েছে ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক লিমিটেড, বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড। দুটি ক্ষেত্রে মামলার জন্য বিলগ্নীকরণের প্রক্রিয়া আটকে আছে। এই দুটি সংস্থা হল হিন্দুস্থান নিউজপ্রিন্ট লিমিটেড এবং কর্নাটক অ্যান্টিবায়োটিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
বিলগ্নীকরণ আটকে রয়েছে স্কুটার ইন্ডিয়া লিমিটেড, ভারত পাম্প অ্যান্ড কম্প্রেসর লিমিটেড, সিমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার। বিলগ্নীকরণ প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, রুরাল ইলেকট্রনিক্স কর্পোরেশন লিমিটেড, এইচএসসিসি লিমিটেড, কামরাঝাড় পোর্ট লিমিটেডের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থার।

Latest article