পদযাত্রায় প্রতিবাদ বিরোধীদের

Must read

নয়াদিল্লি : তৃণমূল কংগ্রেসের দুই সদস্য- সহ রাজ্যসভার ১২ জন সাংসদের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে পদযাত্রা করলেন সংসদের দুই কক্ষের বিরোধী সাংসদরা। মঙ্গলবার বিভিন্ন বিরোধী দলের নেতারা এই বিক্ষোভ মিছিল বের করেন। সংসদ চত্বরে গান্ধীমূর্তির সামনে থেকে বিজয় চক পর্যন্ত পদযাত্রায় অংশ নেন লোকসভা ও রাজ্যসভার দল নির্বিশেষে বিজেপি বিরোধী একাধিক দলের সাংসদরা।

আরও পড়ুন : সর্বোচ্চ বকেয়া বাংলার, স্বীকার

এই পদযাত্রায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দোলা সেন, মৌসম বেনজির নুর। ছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, অধীর চৌধুরী, শিবসেনা নেতা সঞ্জয় রাউত, ডিএমকের তিরুচি শিবা, আরজেডি নেতা মনোজ ঝা, সিপিএম নেতা ইলামারাম করিম-সহ আরও অনেকে। লোকসভা ও রাজ্যসভার বিরোধী সদস্যরা এদিন সকালে একত্রিত হন গান্ধীমূর্তির পাদদেশে। সেখান থেকে তাঁরা পদযাত্রা করেন। গান্ধীমূর্তির পাদদেশে রাজ্যসভার বরখাস্ত ১২ সাংসদ গত ১৪ দিন ধরে অবস্থান করছেন। বিজয় চকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তৃণমূল কংগ্রেস সাংসদ দোলা সেন বলেন, যেভাবে সংসদের ভিতরে ও বাইরে মোদি-শাহি রাজ চলছে তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আমরা যেখানে বলার সুযোগ পাব সেখানেই অন্যায়ের বিরোধিতা করব। সাংসদ রাহুল গান্ধী বলেন, ১২ জন সাংসদকে বরখাস্ত করা ভারতের জনগণের প্রতিবাদী কণ্ঠস্বরকে চূর্ণ করার প্রতীক। এঁরা কোনও অন্যায় করেননি। বিরোধীদের অনুমতি দেওয়া হয় না সংসদে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য।

Latest article