প্রকাশিত হল প্রার্থীতালিকা, জিটিএ ভোটে-লক্ষ্য তৃণমূলের ১০-এ ১০

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : মহকুমা পরিষদের নির্বাচনে বিরোধীদের থেকে কয়েক কদম এগিয়ে তৃণমূল কংগ্রেস (TMC)। আগামী ২৬ জুন শিলিগুড়ি মহকুমা পরিষদ ও পাহাড়ে জিটিএ নির্বাচনের (GTA Election) দিন ঘোষণা করা হয়েছে। এরপর ন’টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস (TMC- GTA Election)। রবিবার প্রার্থীদের নাম ঘোষণা করেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। প্রার্থী তালিকা ঘোষণার পরে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘‘পাহাড়ের কিছুদিন আগে দার্জিলিং পুর নির্বাচনে ১০টি আসনে প্রার্থী দিয়ে দুটি আসনে জয়লাভ করেছি আমরা। এবারও জিটিএ নির্বাচনে ৪৫টি আসনের মধ্যে ১০টি আসনে প্রার্থী দিয়ে ১০টিতেই জয়লাভ করব।’’ বিরোধীদের একহাত নিয়ে তিনি বলেন, ‘‘নির্বাচনে যাঁরা বিরোধী আছেন তাঁদের কাজ শুধু কুৎসা করা। আর তৃণমূল করে উন্নয়ন। তাই এবারের নির্বাচন কুৎসা বনাম উন্নয়নের।’’ আজ সোমবার থেকে সমস্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা শুরু করবেন বলেও তিনি জানিয়েছেন। রবিবার শিলিগুড়িতে দলীয় নেতৃত্বদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর দলীয় কার্যালয় থেকে মহাকুমা পরিষদ নির্বাচন ও পাহাড়ের সিটি নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা হল। সকালে মন্ত্রী অরূপ বিশ্বাস শিলিগুড়ি আসেন। সমতল ও পাহাড়ের দলীয় নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন তিনি। এরপর পাহাড়, সমতলের প্রার্থী তালিকা ঘোষণা করেন। দার্জিলিং জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ, মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, তৃণমূল সভানেত্রী শান্তা ছেত্রী, এল বি রাই উপস্থিত ছিলেন। পাহাড়ে সিটি নির্বাচনে ১০টি আসনে লড়াই করতে চলেছে তৃণমূল। শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে মহকুমা পরিষদ আসনে ৯ জন প্রার্থী-সহ ৬৬ পঞ্চায়েত সমিতির প্রার্থী ও ৪৬২ জন গ্রাম পঞ্চায়েত প্রার্থীর নাম ঘোষণা হয়।

আরও পড়ুন: ৫, ৬ জুন প্রতিবাদ কর্মসূচি: ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী

Latest article