জাতীয়

নয়া কীর্তি যোগীরাজ্যে, প্রথমে গণধর্ষণ, তারপর সমঝোতা করতে পানীয় খা​ইয়ে অত্যাচার, রইল ঘৃণা : বলল তৃণমূল

প্রতিবেদন : বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের কীর্তি আবার লজ্জায় ফেলল দেশকে। যোগী-রাজ্যে (Uttar Pradesh) ফের নারকীয় ঘটনার নেপথ্যে বিজেপি, প্রকট হয়ে গেল। প্রথমে গণধর্ষণ, তারপর সমঝোতা করার নামে পানীয় খাইয়ে অত্যাচার। বিজেপি নেতাদের ঘনিষ্ঠরাই এই কীর্তির সঙ্গে জড়িত। তারপরও মুখে কুলুপ বিজেপির। রাজ্যের মন্ত্রী ডাঃ শশী পাঁজা তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধে। তাঁর অভিযোগ, গণধর্ষণে দলের আইটি সেলের কর্মীরা যুক্ত বলেই মুখে কুলুপ এঁটেছে বিজেপি।তৃণমূল মহিলা কংগ্রেসের দাবি, বারাণসীর আইআইটি-বিএইচইউ’র গণধর্ষণ কাণ্ডের সঙ্গে যুক্ত যে তিনজনকে ঘটনার প্রায় দুমাস পর গ্রেফতার করেছে পুলিশ, তাদের মধ্যে দুজন বিজেপির আইটি সেলের সদস্য। এই বিষয়ে বিজেপি চুপ কেন, প্রশ্ন তুলল তৃণমূল। মঙ্গলবার মন্ত্রী শশী পাঁজা বলেন, ২ নভেম্বরের ওই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যে মেয়েটির উপর অত্যাচার হয়েছে, সেই মেয়েটি পড়াশোনা করতে গিয়েছিল আইআইটিতে। মেয়েটি কালপ্রিটদের নাম বলে দেওয়ার পরও তাদের ধরতে দু-মাস সময় লাগল পুলিশের! এই হল ডাবল ইঞ্জিন যোগী-রাজ্যের আইনশৃঙ্খলা। গ্রেফতারের পরই স্পষ্ট হয়ে গেল, কেন ডাবল ইঞ্জিন (Uttar Pradesh) সরকারের অভিযুক্তদের ধরতে লাগল এত সময়! যারা এই কুকীর্তিটি ঘটিয়েছে, তারা বিজেপির আইটি সেলের সঙ্গে যুক্ত, তাই গড়মসি যোগী রাজ্যের পুলিশের। শশী পাঁজা আরও অভিযোগ করেন, উত্তরপ্রদেশে মহিলারা আদৌ সুরক্ষিত নন। মহিলাদের ওপর নির্যাতনের আঁতুড়ঘর হয়ে উঠেছে উত্তরপ্রদেশ। এত বড় একটা ঘটনার পরও বিজেপি মুখে কুলুপ এঁটেছে। অমিত-মালব্য তো বিজেপির আইটি সেলের দায়িত্বে আছেন।
তিনি সুযোগ পেলেই তো তৃণমূল কংগ্রেস ও বিরোধীদের সম্পর্কে বলতে শুরু করেন, ট্যুইট করেন। এখন নিজের দলের কর্মীরা ধরা পড়ার পর কেন তিনি চুপ? শশী পাঁজার প্রশ্ন, যেখানে ঘটনা ঘটেছে, ভারতের প্রধানমন্ত্রী সেই এলাকার সাংসদ। প্রধানমন্ত্রীর কেন্দ্রেও মহিলাদের উপর নির্যাতন চলছে। তারপরও বিজেপি একটি কথাও বলবে না? উত্তরপ্রদেশে বারবার এমন ঘটনা ঘটছে অথচ বিজেপির ভ্রুক্ষেপ নেই। মন্ত্রী অভিযোগ করেন, অদ্ভুতভাবে জাতীয় মহিলা কমিশনও এই বিষয়ে নীরব। যেহেতু বিজেপি কর্মীরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাই তারা স্বতঃস্ফূর্ত হয়ে আর এগিয়ে আসছে না। অথচ পান থেকে চুন খসলেই বাংলা-সহ অ-বিজেপিশাসিত রাজ্যগুলিতে ছুটে যান জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। আর ডাবল ইঞ্জিন যোগী-রাজ্যে প্রমাণিত বিজেপি সদস্যদের কীর্তি, তবুও কোনও ব্যবস্থা নিচ্ছেন না তাঁরা।

আরও পড়ুন-কেন্দ্রের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ রেশন ডিলারদের

Jago Bangla

Recent Posts

SIR: সফটওয়ার ইনটেনসিভ রিগিং! সুপ্রিম নির্দেশের পরে কমিশনের স্বচ্ছ্বতার দাবিতে সরব তৃণমূল

“আমরা স্বচ্ছতা চাই- আমরা এর আগে ৭৫ বার বলেছি। আমরা ‘SIR’-এর বিরুদ্ধে নই। আমরা SIR…

13 minutes ago

জানুয়ারিতেই দ্বিতীয় দফায় ইন্টারভিউ, বিজ্ঞপ্তি পর্ষদের

প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…

44 minutes ago

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

1 hour ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

5 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

8 hours ago