কেন্দ্রের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ রেশন ডিলারদের

দেশজুড়ে শুরু ধর্মঘট

Must read

প্রতিবেদন : কেন্দ্রের নিয়মের বিরোধিতা করে এবার গোটা দেশ জুড়ে রেশন (Ration dealers) ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। মঙ্গলবার থেকে শুরু হয়েছে ধর্মঘট। এর জেরে দেশের ৫ লাখের বেশি রেশন দোকান বন্ধ থাকবে। অনির্দিষ্টকালের জন্য। গোটা রাজ্যে ১৮ হাজার রেশন দোকান বন্ধ থাকবে। আগামী ১৬ জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে রেশন ডিলারদের সমাবেশ রয়েছে। প্রধানমন্ত্রীর কাছে ওইদিন ডেপুটেশন জমা দেবেন তাঁরা। যাবেন সংসদ ভবনেও।
আন্দোলনকারী রেশন ডিলাররা (Ration dealers) জানাচ্ছেন, ইদানীংকালে নেটওয়ার্ক সমস্যা বা আঙুলের ছাপের অমিলের কারণে উপভোক্তাদের সমস্যা হচ্ছে। একইসঙ্গে এফসিআই থেকে খাদ্যসামগ্রী আনার ক্ষেত্রে বহু শস্য নষ্ট হয়। চটের বস্তায় খাদ্যশস্য পাঠানোর দাবিও জানিয়েছেন তাঁরা। এ ছাড়াও রাজ্যের অন্যান্য জেলাতেও এনএফএ-র নিয়মমতো অগ্রিম কমিশন চালু করতে হবে বলেও দাবি তোলা হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, হতাশা এবং অনটনের ফলে রেশন ডিলাররা অস্তাচলে। কেন্দ্রীয় সরকার আমাদের দীর্ঘদিনের দাবি মানছে না। আর সেই দায় রাজ্য সরকারের ওপর চাপিয়ে দিচ্ছে। কেন্দ্রের এই স্বৈরাচারী মনোভাবের জন্য দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য রেশন বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। তিনি আরও বলেন, এই ধর্মঘটের ফলে দেশের ৮০ কোটি ৩৫ লক্ষ মানুষ এবং রাজ্যের ৮ কোটি ৮০ লক্ষ মানুষ যাঁরা খাদ্যসাথী প্রকল্পের আওতায় আছেন, তাঁদের রেশন বন্ধ হবে না।

আরও পড়ুন- মনরেগা নিয়ে গ্রামোন্নয়ন মন্ত্রকে চিঠি তৃণমূলের, সাংসদ চাইলেন একাধিক প্রশ্নের উত্তর

Latest article